খুশির ঈদ – অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ আজ মঙ্গলবার, একদিনে জোড়া উৎসব চলছে বাংলায়। খুশির ঈদ – অক্ষয় তৃতীয়া। তারপর এই সময় চলছে বিবাহের মরশুম। অর্থাৎ সোনার দোকানে মানুষের ঢল যে নামবে তা বলাই বাহুল্য। কিন্তু মুশকিল হয়েছে সোনার দামে। গত ২ বছর ধরে তানা ঊর্দ্ধমুখী হয়েছে সোনার দাম। তা যেন কমার নামই নেয়না। ২০১৯ থেকে ২০২২… সোনার দামের আম্ফালনে কার্যত নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের।

আরও পড়ুনঃ কুণালের থেকেও একধাপ এগিয়ে অপরূপা, জানালেন ২৪ এ মমতা প্রধানমন্ত্রী

ইউক্রেন বনাম রাশিয়া যুদ্ধের জেরে হিমসিম অবস্থা হয়েছিল ভারতীয় অর্থনীতির। মুখ থুবড়ে পড়েছিল শেয়ার বাজার। আর তার পাশাপাশি লাফিয়ে বাড়ছিল সোনার দাম। সর্বোচ্চ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার তফাতে ১০ গাম পিছু ১২৫০ টাকা বেড়েছিল হলুদ ধাতুর মূল্য। সেই মূল্য বৃদ্ধির পরম্পরা অব্যাহত ছিল এতদিন। কিন্তু আজ ঈদ এবং অক্ষয় তৃতীয়ার জোড়া পুণ্য লগ্নে একলাফে সস্তা হল হলুদ ধাতু। হাসি চওড়া হল মধ্যবিত্তের মুখে।

কলকাতার বাজারে এদিন ২২ ক্যারট এবং ২৪ ক্যারট দুই ধরেন সোনার দামই কমেছে লক্ষ্যনীয় ভাবে। শনিবার সকালে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দর দাঁড়িয়েছে ৫১ হাজার ৫১০ টাকা। মাত্র ৮ দিন আগে গত ২৪ এপ্রিল এই দর ছিল ৫৩ হাজার ৪৪০ টাকা। দাম কমার দিক থেকে ফেব্রুয়ারির রেকর্ড পেরিয়ে গিয়েছে আজকের দাম। ফেব্রুয়ারি মাসে ২৪ ক্যারট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ১০ গ্রাম পিছু ৫১ হাজার ৫৫০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৮ হাজার ৯৮০ টাকা।

খুশির ঈদ - অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।

এদিক কলকাতার বাজারে ২৪ ক্যারট পাকা সোনার ১ গ্রাম পিছু দাম হয়েছে ৫ হাজার ১৫১ টাকা। যা গত ২৪ তারিখে ছিল ৫ হাজার ৩৪৪ টাকা। অর্থাৎ ১ গ্রাম পিছু সোনার দাম করেছে ১৯৩ টাকা। আজ ২৪ ক্যারট সোনার ১০ গ্রাম পিছু দাম হয়েছে ৫১ হাজার ৫১০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ১৯৩০ টাকা সস্তা হয়েছে সোনা।

খুশির ঈদ - অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।

২৪ ক্যারট সোনার পাশাপাশি ২২ ক্যারট সোনার দামও কমেছে ভালরকম। আজ কলকাতার বাজারে ২২ ক্যারট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭২০ টাকা। যা গত ২৪ এপ্রিল ছিল ৪ হাজার ৮৯৯ টাকা। অর্থাৎ প্রতি ১ গ্রাম পিছু ১৭৯ টাকা দাম কমেছে সোনার। আজকের রেট অনুযায়ী কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৪৭ হাজার ২০০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৭৯০ টাকা।

খুশির ঈদ – অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।

খুশির ঈদ - অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।
খুশির ঈদ – অক্ষয় তৃতীয়া, জোড়া উৎসবের আবহে ২ হাজার টাকা সস্তা হল সোনা।

বিশেষজ্ঞরা বলছেন এই পতন ক্ষণস্থায়ী। কারন দেশ জুড়ে আবার বাড়ছে কোভিডের প্রকোপ। যদি আগামি কয়েকমাসের মধ্যে দেশে চতুর্থ ঢেউ হানা দেয় তাহলে আবার বিপুল ভাবে বাড়তে পারে সোনার দাম। কারন হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ২ বছর আগে যখন কোভিড প্রথমবার হানা দিয়েছিল তখন সোনার দাম যেভাবে লাফ দয়ে বেড়েছিল সেভাবে লাফ দিয়ে আর কমেনি।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজর কাড়লেন 'কমরেড' অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

নজর কাড়লেন ‘কমরেড’ অধীর! সেলিমের সমর্থনে বামপন্থী বেশে প্রদেশ কংগ্রেস সভাপতি

আর এদিন অধীরকে কেউ আগে থেকে না চিনলেই ধরতেই পারতেন না যে তিনি কংগ্রেস নেতা। কাস্তে-হাতুড়ি-তারার সাদা উত্তরীয় গলায় দিয়ে অধীরকে কোনও অংশেই 'কমরেড'-এর চেয়ে কম মনে হয়নি। বরং মনে হচ্ছিল তিনি যেন দীর্ঘদিন বাম আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতা!
এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

এই গরমে টক ডালেই মিলবে রেহাই, সারাদিন ফুরফুরে থাকবে শরীর, রইল রেসিপি

আমাদের দিদা ঠাকুমারা বলতেন, টক খেলে গায়ে রোদ লাগে না। কথাটা একদমই ভুল নয়। শরীর ঠাণ্ডা করতে সাহায্য করে কাঁচা আম। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম। জেনে নিন কীভাবে বানাবেন?
জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

জুতো পালিশের পর এবার স্নান করালেন, ভোট প্রচারে সুভাষের জুড়ি মেলা ভার!

ভোট বড় বালাই! জনগণের আস্থা অর্জন করতে যে কখন কি করতে হয় জনপ্রতিনিধিদের তা তাঁরা নিজেও জানেন না। ঠিক সেরকমই বিরল দৃশ্য ধরা পড়ল বাঁকুড়ায়। সেখানের বিদায়ী সাংসদ সুভাষ সরকার একেবারে মগে করে জল নিয়ে রীতিমতো যত্নের সঙ্গে স্নান করিয়ে দিলেন এক ভদ্রলোককে!
রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

রাত পোহালেই শুরু রাজ্যের ৩ কেন্দ্রে ভোটগ্রহণ, কোথায় কত কোম্পানি বাহিনী?

আগামীকাল, শুক্রবার থেকে শুরু লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিন কেন্দ্রে ভোটগ্রহণ। এবার শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। 
'ঘরছাড়া' শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

‘ঘরছাড়া’ শিল্পা-রাজ, ৬ হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এবার নাম জড়াল বিটকয়েন জালিয়াতি মামলায়। এর জেরে তারকা দম্পতির একশো কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। যার মধ্যে শিল্পা ও রাজের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে।

Lifestyle and More...