নজরবন্দি ব্যুরো: ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট পদে এবার প্রথমবার লড়তে চলেছেন কোনও রাজ্যের রাজ্যপাল। আর এই তথ্য উঠে এসেছে এক জনপ্রিয় সংবাদপত্রের প্রতিবেদনে। সেই প্রতিবেদনে বলা হয়, এবার ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট পদে লড়তে চলেছেন ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজপাল তথাগত রায়।
আরও পড়ুন: মডেল নন্দকুমার, তৃণমূলকে ছেঁটে ফেলতে মহিষাদলে বাম-বিজেপি জোট
ইতিহাসের ভিত্তিতে এর আগে ১৯০৭ সালে প্রথমবার রাজ্যপাল প্রেসিডেন্ট হয়েছিলেন ক্যালকাটা ক্লাব গভর্নর। এই ক্লাবের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কোচবিহারের মাহারাজ। এছাড়াও বর্ধমানের মহারাজ, মুর্শিদাবাদের মহারাজ, মুর্শিদাবাদের নবাবরা ছিলেন প্রথম কমিটিতে।

তবে তথাগত রায়ের বিপক্ষে যিনি এই প্রেসিডেন্ট পদের ভোটের লড়াইতে রয়েছেন, সেই প্রমিত রায়ও বহু বছর ধরে এই ক্লাবের সদস্য এবং ক্লাব কমিটিতেও রয়েছেন। উল্লেখ্য, তথাগত রায় বিজেপির সক্রিয় রাজনীতি থেকে উঠে এসেছেন। তিনি ছিলেন ত্রিপুরা ও মেঘালয়ার রাজ্যপাল। সেই জায়গা থেকে তাঁর বিরুদ্ধে প্রমিত রায়ের লড়াই জমবে বলে মনে করছেন অনেকেই।
ক্যালকাটা ক্লাবের প্রেসিডেন্ট পদে এবার তথাগত,সভা ঘরে ঢুকে পড়ল রাজনৈতিক রঙ
তথাগত রায়, প্রমিত রায় ছাড়াও অনেক প্রার্থীই এই ক্যালক্যাটা ক্লাবের বিভিন্ন পদের ভোটের লড়াইতে রয়েছেন। এঁরা হলেন, দেবর্ষি সাধন বসু, অভিজিত ঘোষ, সুশান্ত কুমার বসু, কস্তুরি রাহা, রমাদিত্য রায়, স্নেহাশিস ভৌমিক, অদীপ গুপ্তু সমেত অনেকেই। আর এনাদের মধ্যে থেকেই ১১ জনকে বেচে নেওয়া হবে বিভিন্ন পদের জন্য।