নজরবন্দি ব্যুরোঃ অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন আরও ১৭ জন। দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায়। সীমা রি-রোলিং মিলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ শেষ টেস্টে ফিরতে পারেন শামি, কেমন হবে আহমেদাবাদের পিচ?
অন্যান্য দিনের মতো শনিবার বিকেলেও বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের অক্সিজেন প্ল্যান্টে কাজ চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। আগুন লেগে যায়। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পাওয়ামাত্রই দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ঘটনাস্থল থেকে ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। এছাড়া আহত অনেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মৃত ৬, আহত বহু
বিস্ফোরণের কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৫ দিনের মধ্যে জেলা প্রশাসনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।