
নজরবন্দি ব্যুরোঃ ‘লক্ষ্মীবারে’ই সরকার গড়বে কংগ্রেস (Congress)। কর্নাটকে মুখ্যমন্ত্রীর (Karnataka) শপথগ্রহণ অনুষ্ঠান (Oath Ceremony) হবে আগামী বৃহস্পতিবার। কর্নাটক জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ঘোষনা করল কংগ্রেস। শুধু মুখ্যমন্ত্রী নয়, নতুন মন্ত্রিসভার সদস্যরাও সেদিন শপথগ্রহণ করবেন। আর সেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বেশ জাঁকজমকপূর্ণ। পাশাপশি ওই দিনই নতুন প্রকল্পের ঘোষনা করবেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীরা সুকান্ত-শুভেন্দুর চেয়েও বেশি ভরসা করেন তাঁকে, প্রমাণ দিলেন অভিষেক
কংগ্রেস সূত্রে খবর, নির্বাচনী ইস্তেহারে যে প্রকল্প গুলির কথা বলা হয়েছিল তার প্রথম প্রকল্প হিসেবে রাজ্যের প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। সেই প্রতিশ্রুতি পালন করতে চলেছে কংগ্রেস। দেশের সবথেকে প্রাচীন দলের হাইকমান্ড ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে প্রকল্প রূপায়নে। এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৩ কোটি মহিলা।
আগামী রবিবার শপথ। ইতিমধ্যে সেই অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য ‘সমমনোভাবাপন্ন’ রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলেও কংগ্রেস সূত্রে খবর। যদিও কর্নাটকে মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবেন, বৃহস্পতিবার কাকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে দেখা যাবে, তা এখনও স্পষ্ট করেনি কংগ্রেস। তবে আগামী ১-২ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে।
প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২০০০ টাকা, ভোটের প্রথম প্রতিশ্রুতি পালন কংগ্রেসের।
প্রসঙ্গত, কর্নাটক বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় করেছে কংগ্রেস। ২২৪টি আসনের মধ্যে পেয়েছে ১৩৫টি আসন। এবার সরকার গঠনের পালা। বিধায়ক যাতে কেনা-বেচা না হয়, তার জন্য অবিলম্বে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের বাছাই করে নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করতে তৎপর কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই দৌড়ে রয়েছেন।

উল্লেখ্য, কর্ণাটক বিজয়ের পর ভারত জয়ের স্বপ্ন দেখছে জাতীয় কংগ্রেস। এদিন প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়তে পারেন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কার মতামত কে সমর্থন জানিয়েছেন সিদ্দারামাইয়া।