Kalighater Kaku: সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।

সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।
ED Raid in Home of 'Kalighater Kaku'

নজরবন্দি ব্যুরোঃ ফের নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দোপাধ্যায়ের নাম মুখে আনা কালীঘাটের কাকুর বাড়িতে কড়া নাড়ল ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেতা-মন্ত্রীদের পাশাপাশি এমন অনেকের নাম সামনে এসেছে, যাঁরা কখনই লাইমলাইটে ছিলেন না। তেমনই এক ব্যক্তি হলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তিনি আদতে বেহালার ‘বাবু’। পেল্লাই তাঁর বাড়ি, নাম রেখেছেন রাধারানি। কিন্তু এখন ‘কালীঘাটের কাকু’ হিসাবেই পরিচিত। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ‘কালীঘাটের কাকু’ হিসেবে তাঁর নাম সামনে আসে।

আরও পড়ুনঃ বাতিল ২ হাজার টাকার নোট, কিভাবে নোট বদলাবেন? কি বলছে RBI?

শনিবার সকালে ‘কালীঘাটের কাকু’-র বাড়িতে গেল ইডির একটি বড় দল। একাধিক দলে ভাগ হয়ে ‘কালীঘাটের কাকু’র বেহালার ফকিরপাড়া রোডের ফ্ল্যাট, বাড়ি-সহ বহু জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা। সম্প্রতি সিবিআই এসেও তল্লাশি চালিয়েছিল তাঁর ফ্ল্যাটে। সে সময় ‘কাকু’র বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই। পাওয়া যায় একটি অ্যাডমিট কার্ড। এ ছাড়া তাঁর একটি ফোনও বাজেয়াপ্ত করা হয়।

সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।
সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।

নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল ‘কালীঘাটের কাকু’র (Kalighater Kaku) কথা। গোপাল বলেছিলেন, কুন্তল ঘোষ তাঁকে বলতেন, তাপস মণ্ডলকে তাড়াতাড়ি সব পেমেন্ট ক্লিয়ার করার কথা। কারণ, সেই টাকা নিয়ে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে দিতে হবে। পরে তাঁকে তলবও করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এবার সেই সুজয়কৃষ্ণের বাড়িতে হাজির হল ইডির দল। শনিবার সকালে তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছেন ৬-৭ জন আধিকারিক। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাঁর বাড়ির সামনে। নিয়োগ দুর্নীতির মামলায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।

সাতসকালেই কালীঘাটের কাকুর বাড়িতে ইডি হানা, তল্লাশি চলছে একাধিক ফ্ল্যাটে।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডল সিবিআইয়ের কাছে দাবি করেছিলেন, অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার সময় কুন্তল নাকি আশ্বাস দিয়ে বলতেন, ‘‘কালীঘাটে কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’’ ইডি সূত্রে খবর, পরে গোপাল দলপতি ও তাপসকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কুন্তলের ওই কালীঘাটের ‘কাকু’ শাসকদলের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার চিফ এগ্‌জ়িকিউটিভ অফিসার (সিইও)।

উল্লেখ্য, এই সুজয়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৈরি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার দেখভাল করেন বলে নিজে মুখেই স্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। একাধিকবার কেন্দ্রীয় সংস্থা তাঁকে তলবও করেছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডের আগেও পাচারের মামলায় তাঁকে জেরা করা হয়েছিল। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা করবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এই আবহে আজকে সকালে সুজয়বাবুর বাড়িতে ইডি হানা বেশ তাৎপর্যপূর্ণ।