তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান
eastbengal want a superster footballer

নজরবন্দি ব্যুরো: গত তিন ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল) মরসুমে  ইস্টবেঙ্গলের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। শেষ মুর্হুতে টিম তৈরি করে মাঠে নামার ফল হাতেনাতে টের পেয়েছে লাল হলুদ কর্তারা। তাই এবার আগেভাগেই অঙ্ক কষে এগোতে চাইছে কর্তারা। ঘর গোছানোর কাজে দলের ডিফেন্স লাইনকে আটসাটো করার লক্ষ্যে এবার ২৩ বছর বয়সী রুওন টঙ্গিকে শই করাতে চাইছে ইমামি ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন: East Bengal: বড় খবর, নতুন কোচ চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল

আদতে অষ্ট্রেলিয়ান হলেও রুওনের সুদানের নাগরিকত্ব রয়েছে। অস্ট্রেলিয়ার এ’লিগে খেলার অভিঞ্জতা রয়েছে রুওনের। ইতিমধ্যেই ইভান গঞ্জালেসের সঙ্গে ইমামি ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে। পুরো টাকা না নিয়ে ইভান ক্লাব ছাড়তে চাইছে না। এই নিয়ে এখন দু’পক্ষের মধ্যে দর কষাকষি চলছে।

Eastbengal: তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান

ইভানকে নিয়ে এখনও কোনও পাকা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি লাল হলুদ শিবির। বিষটিকে দ্রুত নিস্পত্তি করে একজন স্টপার ফুল ব্যাকের জায়গাটা পোক্ত করতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। নিয়ম অনুসারে, দলে একজন এশীয় কোটার বিদেশি ফুটবলার রাখতে হয়। ইভান যদি ইস্টবেঙ্গল ছেড়ে চলে যান , তাহলে এশীয় কোটায় সৌদি আরব থেকে একজন স্টপার আনতে মুখিয়ে রয়েছে।

Eastbengal: তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান

ইতিমধ্যেই লাল হলুদ শিবিরে মাঝমাঠ এবং আক্রমণভাগের খেলোয়াড় চূড়ান্ত। ক্লিনটন সিলভার সঙ্গে জুটি বাধতে চলেছেন জেভিয়ের সিভেরিও। মিডফ্লিডে বোরহা হেরেরা এবং সাউল ক্রেসপো। স্বদেশী খেলোয়াড় দলে নেওয়ার বিষয়য়ে বেশকিছুটা পিছিয়ে ইমামি ইস্টবেঙ্গল। লাল হলুদ ভক্তদের সাফ কথা, কোটি কোটি টাকা খরচ করে টিম তৈরি করা হচ্ছে শেষ মুর্হুতে। ফলে লিগ টেবলে শেষ দিকে শেষ করতে হচ্ছে টাইটেলশিপ। তাই সমর্থকদের একাংশ চাইছে স্কোয়াড ধরে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাফিক এগোলে সাফল্য আসবেই।

তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান

তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান
তারকা ডিফেন্ডারকে পেতে মরিয়া ইমামি ইস্টবেঙ্গল, বাধ সেধেছে ইভান

ইভান গঞ্জালেসের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। দল বিপক্ষ দলের বিরুদ্ধে গোলের লিড নিলেও তা ধরে রাখতে পারেনি। এক্ষেত্রে ডিফেন্ডার হিসেবে ইভান নিজের দায় এড়িয়ে যেতে পারে না। তাই ইভান কাঁটা উপড়ে ফেলতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। আর তা যদি হয় , তাহলে আসন্ন আইএসএলে জোড়া স্টপার নিয়ে খেলতে দেখা যাবে ইম্মামি ইস্টবেঙ্গলকে।