নজরবন্দি ব্যুরোঃ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫। জোরকদমে চলছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পের কাজ। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ফের বিপত্তি ঘটল সেই বউবাজারেই।
আরও পড়ুনঃ সংগঠন নিয়ে ফের সরব অর্জুন, এবার কি বললেন তিনি?
বউবাজারের দুর্গাপিতুরি লেনে ফের সাত-আটটি বাড়িতে ফাটলের পরই কেএমআরসিএলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র ফিরহাদ হাকিম। ভাল করে পরীক্ষা নিরীক্ষার পরই মেট্রো প্রকল্পের কাজ করা প্রয়োজন বলেই জানান তিনি।
তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, বর্ষায় মাটি দুর্বল। তাই আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ করা সম্ভব নয়। এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, বর্ষার সময় মাটি দুর্বল। তাই কাজ করা সম্ভব না। সে কারণে আপাতত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ।
কাজ হলে ক্ষতি হবে, আপাতত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ
উল্লেখ্য, আগামী বছরের জানুয়ারিতে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। শেষ কেন্দ্রীয় বাজেট অনুযায়ী, ১১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেটা পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে।