নজরবন্দি ব্যুরোঃ ফের রাজ্যে দলীয় সংগঠন নিয়ে বিস্ফোরক অর্জুন সিং। এবার সরাসরি দলে কাজ করা যাচ্ছে না বলে সরব হলেন অর্জুন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “সংগঠনের অবস্থা ঠিক নেই। বিজেপি-কে ঘুরে দাঁড়াতে হলে সংগঠন ঠিক করতে হবে। যারা কাজ করতে চায় তারা কাজ করতে পারছে না। যারা সংগঠন করতে পারবে তাদের দায়িত্ব দিতে হবে।”
আরও পড়ুনঃ শুধু পরেশ-কন্যা অঙ্কিতা নয়, BJP বিধায়কের পুত্রবধূও অবৈধ ভাবে চাকরি করছে এইমসে
তিনি আরও বলেন, যে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নিতে হবে । সেখানে নেতা-মন্ত্রীদের পরিবর্তে যখনই রাজনৈতিক সিদ্ধান্তের ভার আমলাদের উপর ছেড়ে দেওয়া হবে, তখনই মানুষের সমস্যা বাড়ে ।” শুক্রবার মজদুর ভবনে সাংবাদিক সম্মেলনে করে তিনি বলেন, “পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই প্রথম ধাপ হিসেবে জয় আমাদের ।

তবে দ্বিতীয় ধাপ হিসেবে যতক্ষণ না শ্রমিকদের বকেয়া বেতন, বন্ধ চটকল শিল্প খোলার ব্যাপারে সামগ্রিক কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ততক্ষণ বস্ত্র মন্ত্রকের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে ৷” এর আগেও অর্জুন সিং প্রকাশ্যে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। যা নিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান কী হবে, সে ব্যাপারেও জোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে।
সংগঠন নিয়ে ফের সরব অর্জুন, এবার কি বললেন তিনি?
তারপরই তড়িঘড়ি অর্জুন সিংকে দিল্লিতে তলব করে বিজেপি নেতৃত্ব। বিক্ষুব্ধ নেতাকে শান্ত করতেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের। দিল্লি যাওয়ার আগেই দলে কাজ করা যাচ্ছে না অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অর্জুন সিং। বলেছিলেন, “পেনের কালি ভরে দিতে হবে। শুধু পেন দিলেই হবে না।” দিল্লি থেকে ফিরে আসার পরেও সেই একই সুর শোনা গেল ব্যারাকপুরের সাংসদের গলায়।