কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম কোনো ভারতীয় ছবির! কবে থেকে শুরু কাজ?
drishyam will be remake in south korea

নজরবন্দি ব্যুরো: ২০১৩ সালে মালয়ালাম সিনেমা দৃশ্যম মুক্তি পেয়েছিল যা সারা পৃথিবী জুড়ে ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয়েছিল। তার পর থেকে বিভিন্ন ভাষায় এই সিনেমার রিমেক তৈরি করা হয়। সেই তালিকায় রয়েছে হিন্দি থেকে শুরু করে বহু ভাষা। এই সেই তালিকায় নাম জুড়ল কোরিয়ান এর ও।

আরও পড়ুনঃ আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, রইল তার জীবনের কিছু বিশেষ ঘটনা

গত বছরে দৃশ্যম এর হিন্দি সিকুয়াল দৃশ্যম 2 নিয়ে আবার নতুন ভাবে সকলের মধ্যে উন্মাদনা দেখা গিয়েছিল। সম্প্রতি কান চলচ্চিত্র থেকে এই খবর প্রকাশ্যে এসেছে। দক্ষিণ কোরিয়া ভারতীয় এই সিনেমার রিমেক তৈরি করবে। তবে এই বছর নয় আগামী বছর থেকে শুরু হবে এই ছবির রিমেকে কাজ। দক্ষিণ কোরিয়ার অন্থলোজি স্টুডিও তে করা হবে ছবির কাজ।

Drishyam: কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম কোনো ভারতীয় ছবির! কবে থেকে শুরু কাজ?

এই ছবির প্রযোজনা জানিয়েছেন যে তাদের এই সিনেমা দেখে এতটাই পছন্দ হয়েছিল যে তারা কোরিয়ান ভাষাতেও এই ছবি করার পরামর্শ নেন। এই সিনেমার রিমেকে অস্কার জয়ী অভিনেতা প্যারাডাইসের অভিনেতাকে দেখতে পাওয়া যাবে। যেটি 2019 সালে মুক্তি পেয়েছিল।

কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম কোনো ভারতীয় ছবির! প্যারাডাইসের অভিনেতাকে দেখতে পাওয়া যাবে

Drishyam: কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম কোনো ভারতীয় ছবির! কবে থেকে শুরু কাজ?এই ছবিটি ২০১৩ সালে প্রথম মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছিল। এর পর হিন্দি ভাষায় এর রিমেক তৈরি হয়। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অজয় দেবগন এবং টাব্বু। এই ছবির মুক্তি নিয়ে শুধু মাত্র কোরিয়ানরা নয়। গোটা বিশ্ব ত নিয়ে উৎসাহিত।