Suhana khan: আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, রইল তার জীবনের কিছু বিশেষ ঘটনা

আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, রইল তার জীবনের কিছু বিশেষ ঘটনা
today suhana khan's 22nd birthday

নজরবন্দি ব্যুরোঃ শাহরুখ খান এবং গৌরী খানের মেয়ে সুহানা খান, মুম্বাই শহরের সবচেয়ে প্রিয় তারকা কিডদের মধ্যে একজন তিনি। তিনি যখনই সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করেন, তখনই তার পোস্টগুলি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। তার বাবার মতোই, সুহানা এই বছর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। যদিও সেই ছবি এখনও মুক্তি পায়নি। তবে তার অভিনয় দেখার জন্য কিং খান অনুগামীরা উৎসাহিত। আজ, তার 23 তম জন্মদিনে।

আরও পড়ুনঃ বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবশেষে অবসাদ পেরিয়ে সাফল্যের পথে কুমার শানুর কন্যা

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে মাত্র ২৩ বছর বয়েসেই। তবে সামাজিক মাধ্যমে তাঁকে বহু কটাক্ষের স্বীকার হতে হয়। তার স্কিন টোন নিয়ে বহু মানুষ মজা করে। একটা সময় সে এগুলি নিয়ে অবসাদে ভুগত তবে এখন সে আর এগুলো কে পাত্তা না দিয়ে নিজের লক্ষে এগিয়ে যাচ্ছে।

Suhana khan: আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, রইল তার জীবনের কিছু বিশেষ ঘটনা

২০২০ সালে, সুহানা তার ইনস্টাগ্রামে তার সম্পর্কে নেটিজেনদের একগুচ্ছ খারাপ ও নেতিবাচক মন্তব্য শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন যে “এখনও এই সমাজের মানুষের মানসিকতা খুবই নিচু কিন্তু আমাদের এটা ঠিক করা দরকার। এটি কেবল আমার সাথে নয়, এটি প্রতিটি অল্পবয়সী মেয়ে/ছেলেদের সাথে ঘটে চলেছে। আমাকে বলা হয়েছে যে আমি কুৎসিত শুধুমাত্র আমার স্কিন টোনের কারণে, এবং এগুলো বলেছেন কিছু পূর্ণ বয়স্ক পুরুষ এবং মহিলারা। যাঁদের দেখে ছোটরা শিখবে।”

আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, মুম্বাই শহরের সবচেয়ে প্রিয় তারকা কিডদের মধ্যে একজন তিনি

Suhana khan: আজ শাহরুখ কন্যা সুহানার ২৩ তম জন্মদিন, রইল তার জীবনের কিছু বিশেষ ঘটনা

সুহানা খান সম্প্রতি গ্লোবাল বিউটি ব্র্যান্ড মেবেলাইনের(Maybelline) এর নতুন ভারতীয় ব্রান্ড অ্যামবাশেডর হয়েছেন। তিনি এখন রীতিমত ইন্টারনেট সেনসেশন বর্তমানে। দিন দিন তিনি আরও সুন্দরি হয়ে উঠছেন। তবে তিনি যেমন ট্রোলিং এর স্বীকার হন তেমনই তার অনুরাগীর সংখ্যা এবং ভালোবাসার মানুষের সংখ্যাও নেহাত কম নয়।