Kumar Sanu: বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবশেষে অবসাদ পেরিয়ে সাফল্যের পথে কুমার শানুর কন্যা

বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবশেষে অবসাদ পেরিয়ে সাফল্যের পথে কুমার শানুর কন্যা
shannon reveals she went into depression

নজরবন্দি ব্যুরোঃ কুমার শানু এই নাম টাই যথেষ্ট। একটা সময় টলিউড হোক বা বলিউড তার কণ্ঠে রয়েছে অজস্র জনপ্রিয় গান। তার গানের হাজার হাজার ভক্ত এখনো বহু মানুষ। কুমার শানুর কন্যা সানা ভট্টাচার্য যিনি শ্যানন নামে পরিচিত, তিনিও পেশা হিসেবে বাবার মত সঙ্গীতকেই বেছে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২২ মে, জানুন আজকের দিনের নানা ঘটনাবলী

কুমার শানুর মেয়ে এখন বড় হয়েছে। জুন মাসে ২২ বছরে পা দেবে সে। ২০০১ সালের ১৬ জুন জন্মগ্রহন করেন তিনি। তার জন্ম হয় মুম্বাই শহরে। তবে পড়াশোনার জন্য তিনি বিদেশে পাড়ি দেন। তিনি লন্ডন থেকে সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন।

বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবসাদে ভুগতেন শ্যাননছোট থেকেই তার বাবার মত গান বাজনার প্রতি ন্যাক ছিল। তার যখন চার বছর বয়েস তখন থেকেই সে মঞ্চে গান গাওয়া শুরু করে। এর পর ১২ বছর বয়েসে সে ব্রিটেনে পাড়ি দেন। এর পর তার একটি ইংরেজি গান মুক্তি পায় সেই বছরই। তবে বাংলা বা হিন্দি ছবিতে তাঁকে কখনই গান গাইতে দেখা যায়নি। শ্যানন এর ছোট থেকেই স্বপ্ন ছিল পপ সিংগার হওয়ার।

বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবসাদে ভুগতেন শ্যানন

বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবসাদে ভুগতেন শ্যানন
বারবার বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল, অবসাদে ভুগতেন শ্যানন

তবে তার জীবন এতটাও সহজ ছিল না। বিদেশে যাওয়ার পর থেকেই তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল। এমনকি তার গান শেখার সময়ও তাঁকে বহুবার বহুভাবে গায়ের রঙের জন্য খোটা শুনতে হয়েছিল। যার কারণে সে বহুবার বহু অডিশন থেকে বাতিল হয়ে গেছিল। যার কারণে বহু দিন জাবত অবসাদে ভুগতেন তিনি। তবে হার মানেননি শ্যানন। বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠানে গান করেন তিনি। এমনকি এখন অভিনয়েও পদার্পণ হয়েছে তার।