Dipa Karmakar: ২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়

২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়
Deepa Karmakar, exiled for 21 months,

নজরবন্দি ব্যুরোঃ নিষিদ্ধ ড্রাগ সেবনের জন্য ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকারকে ২১ মাসের জন্য নির্বাসনে পাঠাল ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (ITA)। শুক্রবার সংস্থাটি তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত এই নির্বাসন কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ কলাপে তিলক নিতে অস্বীকার, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে উমরান-সিরাজ

জানা গিয়েছে, দীপা নিষিদ্ধ হিগেনামাইন সেবন করেছিলেন। ২০২১ সালের অক্টোবর মাস থেকে কোনও খেলায় অংশ নিতে পারছেন না দীপা। ২০২১ সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক (এফআইজি) নামের একটি সংস্থা দীপার শরীরে এই নিষিদ্ধ পদার্থ পেয়েছিল। তার পরেই ২০২১ সালের ১১ অক্টোবর থেকে নির্বাসিত করা হয় দীপাকে।

২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়
২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়

পরে আইটিএ দীপার নমুনা পরীক্ষা করেছে। সেখানেও দীপার নমুনায় হাইজিনামিন পেয়েছে তারা। হেতু ইতিমধ্যেই ১৬ মাস নির্বাসনের শাস্তি কাটিয়েছেন দীপা, তাই তাঁকে আর পাঁচ মাস শাস্তি কাটাতে হবে। তবে তার মধ্যেই আশার আলো বাঙালি জিমন্যাস্টের জন্য। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে তাঁর নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় সেই প্রতিযোগিতায় অংশ নিতে কোনও সমস্যা হবে না দীপার।

২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়

তাই আগামী জুলাই-আগস্টের দিকে তাঁকে প্রতিযোগিতায় নামতেও দেখা যাবে। একথা জানিয়ে দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী বলছিলেন, “দীপাকে আপনারা আবার স্বমহিমায় দেখতে পাবেন। দেখবেন সেই পুরনো সময়ের দীপাকে। হ্যাঁ, জোর দিয়ে বলছি।”

২১ মাস নির্বাসিত দীপা কর্মকার, জুলাই-আগস্টে নামবেন প্রতিযোগিতায়

এই মুহূর্তে প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে আছেন। শুধু তাই নয়, রিহ্যাবও চলছে। আসলে হাঁটুতে চোট পেয়েছিলেন দীপা। তারপর থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন। সেই হাঁটুর চোট পুরোপুরি সারানোর জন্য সম্প্রতি বিদেশেও যেতে পারেন।