টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য
Dam broke in Malda due to continuous rain

নজরবন্দি,মালদা ও বালুরঘাট: টানা বৃষ্টিতে মালদা জেলার গাজোলের চাপ নগর এলাকার বাঁধ ভাঙল টাঙনের, প্লাবিত গাজোল ব্লকের বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য । অপরদিকে চারদিন ধরে এক নাগাড়ে চলা বৃষ্টিতে দক্ষিন দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট শহরে আত্রেয়ী নদীর জল বাড়ায় প্লাবিত শহরের নিচু এলাকা। বিপাকে নিচু এলাকার বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে ফুঁসছে টাঙন নদী।

আরও পড়ুন: আগামী চন্দ্রাভিযানের ভাবনা ইসরোর, জানানো হল সময়

বেশ কিছু জায়গায় বাঁধ প্লাবিত করে ঢুকছিল নদীর জল। তবে এলাকাবাসীদের আশঙ্কা ছিল জলের চাপে যে কোন সময় ভেঙে যেতে পারে বাঁধ। অবশেষে গ্রামবাসীদের আশঙ্কা ই সত্যি হল। জলের প্রবল চাপ সহ্য করতে না পেরে তিন জায়গায় ভেঙে গেল টাঙন নদীর বাঁধ। বাঁধ ভেঙে যাওয়ায় রবিবার থেকে প্রবল গতিতে জল ঢুকতে শুরু করেছে বসতি এলাকায়। জলের তলায় চলে যেতে বসেছে একের পর এক গ্রাম। তলিয়ে গেছে ফসলের জমি।

টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য
টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছেন চাপ নগর এবং শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষেরা। পর্যাপ্ত পরিমাণ নৌকো না থাকার জন্য উদ্ধারকার্য চালাতে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে। প্রতিকূলতা সত্ত্বেও বন্যাকবলিত এলাকার মানুষজন এবং গবাদি পশুগুলোকে নিয়ে আসা হচ্ছে ত্রাণ শিবিরে।

টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য

চাপনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপু ওঁরাও জানালেন, গত কয়েক দিনের প্রবল বৃষ্টির জেরে চাকনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কদুবাড়ি, মাথা মোড়া এবং পিরালুতলায় টাঙন নদীর বাঁধ ভেঙেছে। নদীর জলে প্লাবিত হচ্ছে বৈর ডাঙি, ডোবা খোকসান, কদুবাড়ি, মাথামোড়া, পিরালুতলা সহ একের পর এক গ্রাম। জলের তলায় চলে গেছে সমস্ত কৃষি জমি।

টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য

হাজার হাজার মানুষ চরম সমস্যার মধ্যে পড়েছেন। বন্যাদুর্গতদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ত্রাণশিবিরে। বন্যার সামগ্রিক পরিস্থিতি আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়েছি। দুর্গত মানুষগুলির পাশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। অপরদিকে গত কয়েকদিনে আত্রেয়ী নদীর জল বেড়েছে। বর্তমানে বিপদসীমার উপর দিয়ে জল বইছে আত্রেয়ীর। এদিকে আত্রেয়ীর জল বেড়ে যাওয়ায় সোমবার সকাল থেকে জল ঢুকতে শুরু করেছে বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে।

ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে গিয়েছে। বাড়িতে জল ঢুকে যাওয়ায় ঘরে ছেড়ে তারা নিরাপদ স্থানে যাচ্ছেন। মূলত উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। এদিকে এদিন সকাল থেকে ফের মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে বন্যা পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে। এমনকি নদীর জল আরও বেড়ে গেলে গোটা আত্রেয়ী কলোনিতে জল ঢুকে যেতে পারে।

টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য

টানা বৃষ্টিতে মালদায় ভাঙল বাঁধ, প্লাবিত বেশ কয়েকটি গ্রাম, চলছে উদ্ধারকার্য

এমত অবস্থায় আতঙ্কে রয়েছেন আত্রেয়ী কলোনির শতাধিক পরিবার। যদিও জেলা প্রশাসন ও পুরসভার তরফে পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে তাঁদের ফ্লাড সেন্টারে স্থানান্তরিত করা হবে। এদিন সকালে ১৫-২০টি পরিবার ঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। প্রতিনিয়ত জল বাড়ছে আত্রেয়ী নদীর।