নজরবন্দি ব্যুরো: গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪-এ চন্দ্রযান-৩ ল্যান্ডার মডিউল ১৭ মিনিটের চেষ্টায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছিল। চন্দ্রপৃষ্ঠে আলতোভাবে অবতরণ খুব কঠিন। ঠিকমতো করতে না-পারলেই বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। যেমনটা সাম্প্রতিক সময়ে লুনা-২৫ এর ঘটেছে।
আরও পড়ুন: আপার প্রাইমারির নিয়োগ জট কাটছে, পুজোর পরই ১৩ হাজার পদে নিয়োগ!
চন্দ্রপৃষ্ঠে অবতরণের এই কৃতিত্বের সঙ্গেই ভারত সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন-সহ বিশ্বের মহাকাশ বিজ্ঞানের এক অভিজাত ক্লাবে ঢুকে পড়ল। শুধু তাই না। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশের স্বীকৃতিও এখনও ভারতের ঝুলিতে।
আর এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে পরবর্তী চন্দ্রাভিযানের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইসরো। এমই আভাস দিলেন ইসরোর প্রধান এস সোমনাথ। বিক্রমের দ্বিতীয় সফট ল্যান্ডিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পরবর্তী চন্দ্রাভিযানের পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন ইসরো প্রধান।
সেই অভিযানে চাঁদের থেকে নমুনা সংগ্রহ করে মহাকাশযানটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানান তিনি। সূত্রের খবর জাপানের মহাকাশ সংস্থা জাক্সা (JAXA)-এর সহযোগিতায় এই অভিযান হবে ২০২৪-২৫ সালে ।
আগামী চন্দ্রাভিযানের ভাবনা ইসরোর, জানানো হল সময়
লুপেক্স চাঁদের স্থায়ী ছায়াযুক্ত মেরু অঞ্চলের খোঁজ করবে। চাঁদে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির চেষ্টা করবে। ওই অভিযানের লঞ্চ ভেহিকেল, রোভার জাপানি মহাকাশ সংস্থা দেবে। ল্যান্ডার দেবে ইসরো।