চাকরিহারাদের আরজি ধোপে টিকল না, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং, জানিয়ে দিল আদালত
Counseling for group C from tomorrow, the court informed

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে লাগাতার চলছে আন্দোলন। কেন্দ্রীয় এজেন্সির হাতে ধরা পড়ছেন নেতা থেকে এজেন্ট! অন্যদিকে, চাকরি বাঁচাতে আইনি লড়াইয়ের পথে হাঁটছেন চাকরিচ্যুতরা! এসএসসির গ্রুপ সি-র কাউন্সেলিংয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পাবার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৮৪২ চাকরিহারা।

আরও পড়ুনঃ শপথগ্রহণের আগেই বাইরনের বিরুদ্ধে মামলা শাসক দলের

Group C: চাকরিহারাদের আরজি ধোপে টিকল না, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং, জানিয়ে দিল আদালত

সেই আবেদনে সাড়া দিল না আদালত। কিন্তু সেই আবেদনে সাড়া দিলনা হাইকোর্ট। ফলে বৃহস্পতিবার থেকেই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং শুরু বলে খবর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল গ্রুপ সি-র ৮৪২ কর্মীর। শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত।

Group C: চাকরিহারাদের আরজি ধোপে টিকল না, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং, জানিয়ে দিল আদালত

সেইমতো কাউন্সেলিং শুরুর বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। কিন্তু সেই কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ দাবি করেন চাকরিহারারা। এমনকী, উদ্ধার হওয়া ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হন তাঁরা। কিন্তু চাকরিহারাদের আরজি আদালতে ধোপে টিকল না। অপর দিকে এদিন আদালতে চাকরিহারাদের আইনজীবীর সওয়ালে ব্যবহার হল ‘গেম ইজ অন, খেলা হবে’ এই কথাগুলি।

চাকরিহারাদের আরজি ধোপে টিকল না, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং, জানিয়ে দিল আদালত

Group C: চাকরিহারাদের আরজি ধোপে টিকল না, কাল থেকেই গ্রুপ সি-র কাউন্সেলিং, জানিয়ে দিল আদালত

পরে অবশ্য আদালতের পরামর্শে ‘খেলা হবে’ শব্দবন্ধ প্রত্যাহার করা হয়। আইনজীবীর প্রশ্ন, চকরিপ্রাপকরা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র, মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগপত্র এবং জেলা স্কুল পরিদর্শকের অনুমোদন নিয়ে কাজে যোগ দিয়েছিল। এই ৩ সংস্থার ভূমিকা কেন খতিয়ে দেখা হবে না? ‘ এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ, জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের দাবি করেন মামলাকারীরা।