নজরবন্দি ব্যুরোঃ দেশের দৈনিক করোনা সংক্রমণে কিছুতেই স্বস্তি মিলছে না। টানা তিন দিন ধরে দেশে দৈনিক কোভিড সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পার করলেও ২৪ ঘণ্টায় তা সামান্য কমে এসেছে। পাশাপাশি এদিন ফের বেড়েছে দেশের অ্যাকটিভ কেস। যা চিন্তায় রাখবে স্বাস্থ্যমন্ত্রককে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন।
আরও পড়ুনঃ বাংলায় দ্রুত রাজনৈতিক পালাবদল হতে চলেছে, আভাস দিলেন নিশীথ
এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। সেই সঙ্গে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেটও। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩৫৭।
দেশে দৈনিক সংক্রমণের তালিকায় কর্নাটককে ছাপিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০৮৭। এর পরে রয়েছে কর্নাটক (১,৮৮৬), কেরল (১,৫৯৫), তামিলনাড়ু (১,৫৪৮), দিল্লি (১,৩৩৩) ও পশ্চিমবঙ্গ (১,১১৩)।
দেশের সক্রিয় রোগী বর্তমানে হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৬৭৬। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.৩৩ শতাংশ। দেশে এখনও পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৮ জন। অপর দিকে গত ২৪ ঘণ্টায় কোভিডের প্রকোপ থেকে ১৯,৩৩৬ জন ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৭৩ জন, শীর্ষে মহারাষ্ট্র
দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৩ লক্ষ ৪৯ হাজার ৭৭৮ জন। এখনও পর্যন্ত দেশ জুড়ে ২০৪ কোটি ২৫ লক্ষ ৬৯ হাজার ৫০৯ টিকাকরণ হয়েছে।