রাখলেন প্রতিশ্রুতি, ট্যাব কেনার জন্য পড়ুয়াদের অ্যাকাউণ্টে টাকা পাঠালেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: সামনেই একুশের নির্বচন। এই নির্বাচনী আবহে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, অনলাইন ক্লাসের জন্যে পড়ুয়াদের ফ্রি-তে ট্যাব রাজ্যের। অনেকেই আছে যারা করোনা আবহে স্মার্ট ফোন বা ট্যাব অথবা কম্পিউটার না থাকায় অনলাইনে ক্লাস করতে পারছে না। আর সেই কথা মাথায় রেখেই কল্পতরু সরকার। যদিও এই ঘোষণার অনেকদিন কেটে যাওয়ার পরেও ট্যাব না দেওয়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছিল সরকার। তবে বৃহস্পতিবার পড়ুয়াদের উদ্দেশে ভার্চুয়ালি বৈঠকে বসেন মমতা।
আরও পড়ুন: দিদি না দাদা ! অনুগামী কার থাকবেন সেই ধন্ধে মুখ্যমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত মোশারেফ।
এদিন তিনি বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যেই সমস্ত জেলার পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে যাবে। অনুদান নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, যেকোনও সমস্যায় ছাত্র-ছাত্রীদের পাশে থাকবেন। প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এদিন অনলাইন ক্লাসের সুবিধার জন্য প্রায় সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যাব কেনার জন্য তাঁদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।
আগামী ১ সপ্তাহের মধ্যেই সমস্ত জেলার পড়ুয়াদের কাছে টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ট্যাবের টাকা পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরাও। ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের পড়ুয়ারা।
রাখলেন প্রতিশ্রুতি, এই বৈঠকে এক পড়ুয়াকে পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এটাকে একটু যত্ন করে রাখবে। কেউ যেন চুরি করে না নিতে পারে, সেটা দেখ। ঠিক আছে? স্মার্টফোন কিন্তু ভালো হয়। খুব স্মার্ট হয়। সুতরাং স্মার্ট ফোনের মতো স্মার্ট থেক। আর দেখ, কেউ যেন চুরি করে না নিতে পারে।’