চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধবিমান, চিন্তায় ভারতীয় বায়ুসেনা

নজরবন্দি ব্যুরোঃ গতবছর থেকেই সীমান্ত সংলগ্ন অঞ্চল নিয়ে চিনের সঙ্গে বিবাদ দেখা দিয়েছে ভারতের। সেই সমস্যার সমাধানের জন্য দুই দেশের মধ্যে একাধিকবার বৈঠক হলেও তেমন কোনো সমাধান সুত্র বেড়িয়ে আসেনি। কিছু মাস আগেও গোগরা ও হটস্প্রিং থেকে নিজেদের সেনা ছাউনি তুলে নিয়ে গিয়েছিল লাল-ফৌজ সেইমত ভারতের তরফ থেকেও শুরু করা হয়েছিল সেনা সরানোর প্রক্রিয়া তবে বর্তমানে আগের মতই অবস্থা দেখা দিয়েছে সেই অঞ্চলে।

আরও পড়ুনঃবিপর্যয়ের কারন জানাল ফেসবুক, ভারতীয় মুদ্রায় ৫২, ২০৮ কোটি টাকা ক্ষতি ৬ ঘন্টায়!

তাই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে ভাগেই লাদাখ সীমান্তে বাড়তি সেনার পাশাপাশি  ‘কে-৯ বজ্র’ কে পাঠানো হল বায়ুসেনার তরফ থেকে। বছর কয়েক আগে গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সংঘর্ষের ক্ষত এখন ও রয়ে গিয়েছে। তাই আগে ভাগেই চীনাদের পালটা জবাব দিতে নিয়ন্ত্রণরেখা বরাবর নজর রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত।

এই নিয়ে  এক বিশেষ আলোচনায় যোগ দিয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী বলেন , “ বর্তমানে  প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চিনা যুদ্ধবিমান মজুত রয়েছে। সেইমতো আমরাও ফৌজ মোতায়েন করেছি।”

চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধবিমান, চিন্তায় ভারত 

চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধবিমান, চিন্তায় ভারতীয় বায়ুসেনা

তবে গত মিগ-২১ এর ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ের সাথে সাথে প্রযুক্তির যথেষ্ট উন্নতি ঘটে। তাই সমস্ত দিক বিবেচনা করে আগামী কয়েক বছরের মধ্যে এগুলি কে সরিয়ে আনা হবে। তবে আবারও সীমান্তবর্তী তে অধিক সেনা মতায়েন নিয়ে যথেষ্ট চিন্তায় ভারত।

চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধবিমান, চিন্তায় ভারতীয় বায়ুসেনা
চোখ রাঙাচ্ছে চীনা যুদ্ধবিমান, চিন্তায় ভারতীয় বায়ুসেনা