Abhishek Banerjee: সম্ভব নয়! প্রধান বিচারপতির বেঞ্চও গ্রহণ হল না অভিষেকের দ্রুত শুনানির আবেদন

সম্ভব নয়, প্রধান বিচারপতির বেঞ্চও গ্রহণ হল না অভিষেকের দ্রুত শুনানির আবেদন

নজরবন্দি ব্যুরো: ডিভিশন বেঞ্চের পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও জরুরী ভিত্তিতে মামলা শুনতে রাজি হল না। সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না। এপ্রসঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন, এই মুহূর্তে দ্রুত শুনানি সম্ভব নয়। তবে প্রধান বিচারপতির বেঞ্চ অবকাশকালীন বেঞ্চে অভিষেকদের আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Modi: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

প্রসঙ্গত, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেননি ডিভিশন বেঞ্চ। শুক্রবার পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে বলেই দাবি করেছে ডিভিশন বেঞ্চ। অবশেষে অভিষেক-কুন্তলের মামলা ফেরে প্রধান বিচারপতির কাছেই। জানা গিয়েছে, সোমবার থেকেই কলকাতা হাইকোর্টে গ্রীষ্মাবকাশ! আর তার আগে শনি ও রবি আদালত বন্ধ থাকবে। আর আজ শুক্রবার বেশ কয়েকটি পূর্বনির্ধারিত মামলা রয়েছে। সেই কারণেই  এই মামলায় প্রধান বিচারপতির এজলাসে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের আইনজীবীরা। কিন্তু তাতেই কোনও লাভ হল না।

সম্ভব নয়, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ
সম্ভব নয়, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ

উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ। এরপরেই শুরু হয়, রাজনৈতিক শোরগোল! তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন। এখানেই শেষ নয়, যার জেরে ওই মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি অমৃতা সিনহাকে।

সম্ভব নয়, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ

এরপরে বৃহস্পতিবার অভিষেকের মামলায় রায়দান ছিল। সেই রায়দানে বিচারপতি অমৃতা সিনহা জানান যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল রইল। অর্থাৎ আদালত জানায় যে, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে ইডি সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারবে। শুধু তাই নয়, আদালতের সময় নষ্ট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে অবিলম্বে ২৫ লক্ষ টাকা করে অর্থাৎ মোট ৫০ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি

সম্ভব নয়, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ

সম্ভব নয়, এর আগে পূর্বনির্ধারিত অনেক মামলা রয়েছে জানিয়ে অভিষেকের আর্জি শোনেনি ডিভিশন বেঞ্চ