Modi: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?
Ahead of G-7 summit, Japan praises Modi

নজরবন্দি ব্যুরো: বিশ্বে রাজনৈতিক দিক থেকে কৌশলগত অবস্থান, অর্থনৈতিক শক্তি হিসেবে উত্থান, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার ইত্যাদি মিলিয়েই ভারতের অবস্থান বিশ্ব পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থনীতিবিদ, কূটনীতিবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন, ভারতের এমন অবস্থানে পৌঁছার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবদানই বেশি।

আরও পড়ুন: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কালবৈশাখীর পূর্বাভাস! তছনছ হবে তিলোত্তমা?

বিশ্লেষকদের মত, মোদির শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের নেতৃত্ব দেয়া মোদি এখন পশ্চিমা বিশ্বের কাছে অতি কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। কারণ তাদের কাছে মোদির ভারত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলোয়াড় যার রয়েছে চীনকে প্রতিহত করার সক্ষমতা।

Modi: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

আর সেই মনভাবের প্রকাশ হল জি-৭ সম্মেলনের আগে জাপানের রাষ্ট্রদূত এর মন্তব্যে। শুরু হচ্ছে জি-৭ সম্মেলন। ইতিমধ্যেই সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছে গিয়েছেন মোদি। তার আগেই সম্মেলন নিয়ে মুখ খুলেছেন জাপানি রাষ্ট্রদূত হিরোশি এফ সুজুকি।

Modi: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

বৃহস্পতিবার সুজুকি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চান আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলির মধ্যে আরও একতা বজায় থাক। সেখানেই ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

Modi: জি-৭ সম্মেলনের ঠিক আগেই মোদির প্রশংসায় জাপান, কী বললেন জাপানের রাষ্ট্রদূত?

কারণ দক্ষিণ এশিয়ার কণ্ঠস্বর হিসাবে নরেন্দ্র মোদি খুবই বিশ্বাসযোগ্য। তাই জি-৭ এর সদস্য দেশগুলিকে মোদি বোঝাতে পারবেন। পারমাণবিক অস্ত্র ব্যবহার যথা সম্ভব কমিয়ে শান্তি বজায় রাখার বার্তা দিতে পারে ভারত।”