দু দিনের হেফাজতে ছত্রধর, শরীরে আঘাতের দাগের জবাব দিতে হবে NIA কে, রায় আদালতের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: দু দিনের হেফাজতে ছত্রধর, দশক পরে ভোট দিয়ে ছত্রধর আশাবাদী ছিলেন ঝাড়গ্রামের ৪-০ ফল নিয়েও। বিশ্বাস রাখছিলেন সাধারণ মানুষের ওপর আর ভরসা রাখছেন দেশের আইনে। জঙ্গলমহলে কার্যত হাতের তালুর মত চেনেন তিনি। একদা মাওবাদী নেতা এবং এখন তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। দুই কেসে তাঁকে NIA তলব করেছিল। তৃণমূলের তরফ থেকেও জানানো হয়েছিল জঙ্গল মহলের ভোটলুঠ করতে তাঁকে গ্রেপ্তার করতে চাইছে বিজেপির প্রেরিত পুলিশ।

আরও পড়ুনঃ রসগোল্লা পাবে, আর রস ছাড়া রসগোল্লা খাবে, নন্দীগ্রামে ঢোকার আগে BJP’কে বার্তা মমতার।

আর জঙ্গল মহলের ভোট মিটতেই সেই রাতেই বাড়ি থেকে ছত্রধর মাহাতোকে গ্রেপ্তার করছে NIA মাওবাদী জীবন পেরিয়ে এসেছেন, ভরসা রাখছেন গণতন্ত্রে, ভরসা রাখছেন দেশের আইন ব্যবস্থায়। NIA তলব নিয়ে গতকালই তিনি জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে সপ্তাহে ৩দিন হাজিরা দিতেও রাজিও ছিলেন তিনি। আদালত তাঁকে জানিয়েছিল প্রতি সপ্তাহের সোম বুধ শুক্র হাজিরা দিতে, তাতেও সম্মতি জানিয়েছিলেন তিনি। অথচ তার পরেও ভোটের রাতেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

২০০৯ সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুন এবং রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় নাম জড়িয়ে আছে ছত্রধরের। সূত্রের খবর কাল ভর রাতে প্রায় ৪০ জন মিলে তাঁর বাড়ি চড়াও হন এবং গ্রেপ্তার করা হয় তাঁকে। তার জন্য দেখানো হয়নি কোনো নির্দিষ্ট কাগজ। বলা হয়েছে রাজধানী এক্সপ্রেস মামলায় নথি আছে ছত্রধর মাহাতোর কাছে, সেই নিয়েই চলবে জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সংস্থা চেয়েছিল ছত্রধরের ১৪ দিনের হেফাজত। কিন্তু তা খারিজ করেছে আদালত।

দু দিনের হেফাজতে ছত্রধর, প্রবীর মাহাতো খুনের ঘটনায় মাত্র ২দিন তাঁকে হেফাজতে রাখতে পারবে NIA, তেমনটাই নির্দেশ দিয়েছে ব্যাংকশাল কোর্ট। ছত্রধরকে গ্রেপ্তারের পরই মুখ খুলেছেন তাঁর স্ত্রী। জানিয়েছিলেন NIA এর তরফ থেকে জানানো হয়েছিল বিজেপিতে যোগদানের কথা, উত্তর না হওয়াতেই গ্রেপ্তার হতে হয়েছে তাঁকে। সঙ্গে তিনি এও জানিয়েছিলেন গ্রেপ্তারের পরেই শারীরিক নির্যাতন করা হয়েছে তাঁর স্বামীর ওপর। এই ঘটনায় আদালতের তরফে জানানো হয়েছে আগামী ৩০ মার্চের মধ্যে ছত্রধরের শরীরে কোনো আঘাতের চিন্হ থাকলে তার জন্য জবাবদিহি করতে হবে ওই তদন্তকারী সংস্থাকে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।
দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত চলল রোড-শো। দু'পাশে ছিল জনতার ঢল। এই তমলুক, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত। ফলে, এই কেন্দ্রে জেতা কিছুটা হলেও চ্যালেঞ্জ তৃণমূলের। 
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন’।
মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, অভিজিতকে শো-কজ করল কমিশন

দিন কয়েক আগে নির্বাচনের প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ফের টলি পাড়ায় অভিনেত্রীর রহস্যমৃত্যু, শিক্ষকের বাড়ি থেকে দেহ উদ্ধার

ফের টলি পাড়ায় অভিনেত্রীর রহস্যমৃত্যু, শিক্ষকের বাড়ি থেকে দেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুস্মিতার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। শুধু গলায় গামছার ফাঁসের দাগ রয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানানো হয়েছে সুস্মিতার পরিবারকেও।

Lifestyle and More...