নজরবন্দি ব্যুরো: প্রতিবারের মত এবারও রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ করা হল ছট পুজো। সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় সরোবরকে দূষণের হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা ও জাতীয় পরিবেশ আদালত। ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে পুরসভা। ছট পুজো না করার আবেদন জানিয়ে সরোবরের চার পাশে পোস্টার ও ব্যানার টাঙানোর কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, ছট পুজো উপলক্ষে ১৯ ও ২০ নভেম্বর রবীন্দ্র সরোবর বন্ধ থাকছে। শনিবার রাত ১০ টা থেকে সরোবরে সাধারণের প্রবেশ বন্ধ করা হবে। রবিবার সারাদিন পর সোমবার দুপুর ১২ টা পর্যন্ত কেউ সরোবরে ঢুকতে পারবেন না। রবীন্দ্র সরোবরের ১২ টি গেটে বাঁশের ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে। গেটগুলিতে হোডিং বোর্ড এবং ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। একইভাবে সুভাষ সরোবরে ছট পুজোর আয়োজন করা যাবে না। সরোবরের আশপাশে টিনের অস্থায়ী শেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
ছট পুজো উপলক্ষে প্রতি বছরই জল দূষণ হয় রবীন্দ্র সরোবরে। এই কারণে পরিবেশ রক্ষার্থে গ্রিন ট্রাইব্যুনাল সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছে। কলকাতা পুরসভার তরফেও ছট পুজো না করার আবেদন জানিয়ে সরোবরের চার পাশে পোস্টার ও ব্যানার টাঙানো হয়। কিন্তু নিষেধাজ্ঞার পরও ব্যারিকেড ভেঙে সরোবরের ভিতরে ঢুকে জল পুজো করতে দেখা গিয়েছিল অনেককেই। দূষণের জেরে বাস্তুতন্ত্রে ব্যাপক ক্ষতি হয়। সরোবরের বহু মাছ মারা যায়।
এবারে কলকাতা পুরসভা আরও কড়া ব্যবস্থা নিচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর রাখা হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “পুরনিগম থেকে কৃত্রিম জলাশয় এবং ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। টেম্পোরারি ঘাট ও পার্মানেন্ট ঘাট-সহ সব জায়গাতেই টিম প্রস্তুত রাখা হবে। পুলিশকেও সেটা দেখার অনুরোধ করা হয়েছে।” জানা গিয়েছে, চলতি বছরের ছট পুজোর জন্য ১১৬ টা ঘট থাকছে যার মধ্যে অতিরিক্ত ঘাট থাকছে ২৩ টি।
রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ ছটপুজো, সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা, কী কী উদ্যোগ পুরসভার
