দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন পরই আলোর উৎসব দীপাবলি। এই সময়ে কোথাও পূজিত হন দেবী কালী আবার কোথাও লক্ষ্মী দেবীকে পুজো দেওয়া হয়। দেশজুড়ে সকলে মেতে উঠবে উৎসবের আমেজে। দীপাবলিতে অনেকেই নিজের বাড়ি সাজাতে পছন্দ করেন। আলোর রোশনাই, ফুল, রং দিয়ে সাজাতে পারেন। এই প্রতিবেদনে দেওয়া হল কিছু সহজ আইডিয়া, কীভাবে দীপাবলিতে নিজের বাড়িতে উৎসবের আমেজ নিয়ে আসবেন।

আরও পড়ুন: বাংলায় বৃষ্টির সম্ভবনা! কেমন কাটবে কালীপুজো ও দীপাবলি?

রঙ্গোলিতে নতুন কিছু ট্রাই করতে পারেন। বানিয়ে ফেলুন ময়ুরের ডিজাইন। লালা, নীল, সবুজ, কমলা, নানা রং ব্যবহার করতে পারেন। এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে কয়েকটি প্রদীপ সুন্দর করে বসিয়ে দিন। এতে আপনার রঙ্গোলি আরও রঙিন হবে।

দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া

মাত্র অল্প কিছু রং ব্যবহার করে আপনার দীপাবলির রঙ্গোলিকে অপরূপ করে তুলতে পারেন। নীল, হলুদ, গোলাপী, সবুজ রঙের ছোঁয়ায় সহজ রঙ্গোলিকে অসাধারণ রূপ দিয়ে ফেলুন। আপনি চাইলে মোমবাতি কিংবা প্রদীপ ব্যবহার করতে পারেন।

দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া

ফুল দিয়ে বাড়ি সাজাবেন ভাবছেন? তার জন্য বেছে নিতে পারেন গাঁদা ফুল। কমলা ও হলুদ রঙয়ের গাঁদা ফুল দিয়ে রঙ্গোলি করুন। সৌন্দর্য বাড়াতে লাল ও সাদা রঙের অন্য ফুল ব্যবহার করতে পারেন। এটি ঠাকুরঘরে কিংবা ডাইনিং হলে করতে পারেন। ফুলের মধ্যে একটু সুগন্ধি দিয়ে দিতে পারেন এতে আপনার ঘরের শুভ্রতা বাড়বে।

দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া

দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া
দীপাবলিতে ফুল-রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে চাইছেন, রইল কিছু আইডিয়া

রঙ ব্যবহার করতে না চাইলে কেবল প্রদীপ দিয়েই রঙ্গোলির ডিজাইন বানিয়ে ফেলতে পারেন। স্বস্তিক চিহ্ন, গণেশের মুখ ছাড়াও আরও কত কি ডিজাইন বানানো যাবে। নানান নকশায় সারিবদ্ধ প্রদীপ আপনার বাড়ির সজ্জাকে বাড়িয়ে দেবে বহুগুণ।