নজরবন্দি ব্যুরোঃ “বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমপীড়নের সরকার চলছে তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের ডিওয়াইএফআই কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন। তাঁদের সংগ্রামকে আমার আন্তরিক অভিনন্দন এবং DYFI-এর এই সম্মেলনের সমস্ত সদস্যবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই”।ডিওয়াইএফআইয়ের ১১তম সর্বভারতীয় সম্মেলনে অভিনন্দন বার্তা পাঠালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য।
আরও পড়ুনঃ রাজ্য সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে প্লাস্টিক
শুক্রবার থেকেই সল্টলেকের ইজেডসিসিতে শুরু হয়েছে ডিওয়াইএফআইয়ের ১১ তম সর্বভারতীয় সম্মেলন। সিপি(আই)এমের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সস্য ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শনিবার পাম অ্যাভিনিউ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অডিও বার্তা পৌঁছাল সেই সম্মেলনে। সমস্ত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে লক্ষ্যে অবিচল থাকার মূলমন্ত্র বলে দিলেন তিনি। সেইসঙ্গে বলেন, জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলন।
শয্যাশায়ী হয়েও অডিয়ো রেকর্ড করে তাঁর বক্তব্য পাঠিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে যান্ত্রিক ত্রুটির জেরে তাঁর সম্পূর্ণ বার্তা সল্টলেকের ইজেডসিসি-র মঞ্চে শোনানো সম্ভব হয়নি। তাঁর বার্তা পাঠ করে শোনান ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায়।
২০১১ সালের নির্বাচনের পর থেকেই নিজেকে সরিয়ে নিতে শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর শারীরিক সমস্যার কারণে ঘরবন্দি থাকতে হয়েছে তাঁকে। করোনা সংক্রমিত হয়েছেন। এখন চোখের সমস্যা দেখা দিলেও নিত্যদিন দলের এবং রাজ্যের খোঁজখবর নেন। এখনও অবধি আলিমুদ্দিনের নেতাদের কাছে তাঁর উপস্থিতি মাথার ওপর ছাদের মতো।
জনবিরোধী সরকারকে প্রতিহত করতে পারে বামপন্থী আন্দোলন, উজ্জীবিত হওয়ার মন্ত্র দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

তাই যুব সমাজকে নতুন করে উজ্জীবিত করতে কখনও অডিও, আবার কখনও নিজের লেখার মাধ্যমে বার্তা পৌঁছে দেন তিনি। এবারেও নিজের অডিও বার্তা পৌঁছে দিয়ে যুব সমাজকে উদ্বুদ্ধ করলেন বুদ্ধদেব ভট্টাচার্য।