নজরবন্দি ব্যুরোঃ প্রবল শব্দে কেঁপে উঠল বাড়িটা। সাত সকালে আতঙ্ক বেড়াচাঁপা এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্যার নির্মীয়মাণ বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় দু’জন রাজমিস্ত্রি আহত হয়েছেন। একটি বোমা বিস্ফোরণের পরও পুলিশ তিনটি তাজা বোমা উদ্ধার করেছে। রবিবার সকালে ঘটনাস্থল দেগঙ্গার বেড়াচাঁপা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চাঁদপুর এলাকাঁ। পুলিশের অনুমান বাড়িতেই মজুত ছিল বোমা গুলি। তবে পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করেই কি বোমা মজুত করা হয়েছিল সেই নিয়েই প্রশ্ন উঠছে?
আরোও পড়ুনঃ বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালাবে, কেষ্ট প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের
স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শহি সুলতানা। উত্তর চাঁদপুর এলাকার রাস্তার ধারে তার একটি বাড়ি তৈরি হচ্ছে। বেশ কিছু রাজমিস্ত্রিরা সেখানে কাজ করছেন। প্রতক্ষ্যদর্শীরা জানাচ্ছেন, রবিবার সকালে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন। আচমকাই একটি প্রবল শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং দেখেন যে ওই নির্মীয়মান বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ভিতরে দুজন মিস্ত্রি রক্তাক্ত অবস্থায় পড়ে কাতরাতে দেখে তারাই থানায় খবর দেন। তৎপরতার সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এবং বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করে।

পুলিশি তদন্তে আপাতত জানা যাচ্ছে, সেই নির্মীয়মান বাড়ির মধ্যে আগে থেকেই রাখা ছিল তাজা বোমা। রবিবার সকালে যখন রাজমিস্ত্রিরা কাজ করছিলেন, ওই বাড়ির সিঁড়ির নীচে কোদাল দিয়ে পরিষ্কার করছিলেন তাঁরা। সেই সময় কোদালের আঘাতে একটি বোমা ফেটে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান দুই রাজমিস্ত্রি। তবে তাঁদের হাতে মুখে পায়ে ক্ষত তৈরি হয়েছে।
তৃণমূল নেত্রীর বাড়িতেই মজুত তাজা বোমা, বিস্ফোরণে আহত ২ রাজমিস্ত্রি
সম্প্রতি বোমা উদ্ধারের ঘটনা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগে ভাট পাড়ার শিশু মৃত্যুর ঘটনায় একইভাবে চাঞ্চল্য ছড়িয়েছেছিল। নরেন্দ্রপুরের ঘটনার পর আবার আজ উত্তর চাঁদপুর এলাকায় পুনরাবৃত্তি ঘটেছে। ফলে আগামী পঞ্চায়েত ভোটের উত্তপ্ত পরিস্থিতি নজরে আসছে।