দীর্ঘদিনের জল্পনায় অবশেষে সিলমোহর। সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল Bharatiya Janata Party (বিজেপি)। শুক্রবার দলীয় তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ জানুয়ারি পর্যন্ত এই পদের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। তার পরের দিন, অর্থাৎ ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।
দলীয় সূত্রে খবর, সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপির অন্দরে তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব—সকলের নজর এখন এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক প্রক্রিয়ার দিকে। কে হবেন বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি, তা নিয়ে রাজনৈতিক মহলেও কৌতূহল তুঙ্গে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই মনোনয়ন যাচাই, প্রত্যাহার এবং ভোটগ্রহণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে। সব কিছু ঠিকঠাক চললে ২০ জানুয়ারিতেই স্পষ্ট হয়ে যাবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম।








