এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে
Bankimchandra's 'Anandmath' in cinema

নজরবন্দি ব্যুরোঃ ছবির খবর চাউর হয়েছিল আগেই, এবার সামনে এলো প্রথম টিজার পোস্টার। এবছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দেমাতরম’ -র সার্ধশতবর্ষ। আর সেই উপলক্ষেই বড়পর্দায় আসছে ‘আনন্দমঠ’। ছবির নাম ‘১৭০০ এক সংগ্রাম’। রাজনৈতিক এই উপন্যাস নিয়ে দক্ষিণী ছবি তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ চাহাল-ধনশ্রীর ভাঙন? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

ছবির পরিচালক অশ্বিনী গঙ্গারাজু। ছবির চিত্রনাট্য লিখেছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘মগধিরা’, ‘আরআরআর’, বজরঙ্গী ভাইজান’-এর মতো ব্লকবাস্টার ছবির কাহিনিও তাঁর লেখা। ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছেন রাম কমল মুখোপাধ্যায়, সূরজ শর্মা ও সুজয় কুট্টি।

এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে
এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি ও বাংলা ভাষাতে বড়পর্দায় দেখা যাবে ছবিটি। দক্ষিণী ইন্ডাস্ট্রির কোন কোন তারকাকে সিনেমায় দেখা যাবে তা নিয়েও জোরদার আলোচনা চলছে। খুব শিগগিরই অভিনেতাদের নাম ঘোষণা করা হবে।

এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে
এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে

চলতি বছরে সেপ্টেম্বর মাসে শুরু হবে ছবির শুটিং। লন্ডন, হায়দরাবাদ ছাড়া, বাংলাতেও হবে ছবির শুটিং। এই ছবি নিয়ে পরিচালক অশ্বিন গঙ্গারাজু জানিয়েছেন, “এই বিষয়টি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু কিংবদন্তি ভি বিজয়েন্দ্র প্রসাদ স্যার ছবির গল্প এবং চিত্রনাট্য লিখছেন উপন্যাসটি থেকে।

এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে

এবার সিনেমায় বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’, মুক্তি পাবে বাংলা-হিন্দি-তামিল-তেলেগুতে

আমি মনে করি এটি একটি ব্লকবাস্টার ছবি হবে। একজন চলচ্চিত্র নির্মাতা হিসাবে পিরিয়ডিক সেটআপ এবং লার্জার দ্যান লাইফ অ্যাকশনের সুযোগ রয়েছে, এরকম গল্পের প্রতি আমি বেশি আকৃষ্ট হই”।