IPL এর স্পন্সর পতঞ্জলি! চিয়ার লিডার্স দের যোগা শেখাবেন রামদেব, শুরু ট্রোল।

IPL এর স্পন্সর পতঞ্জলি! চিয়ার লিডার্স দের যোগা শেখাবেন রামদেব, শুরু ট্রোল।

নজরবন্দি ব্যুরোঃ IPL এর স্পন্সর পতঞ্জলি? চিয়ার লিডার্স দের যোগা শেখাবেন রামদেব! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রোল। ভিভো নয় আইপিএল এর টাইটেল স্পন্সর হতে পারে রামদেবের পতঞ্জলি। এবছর আইপিএল এ প্রধান টাইটেল স্পন্সর হিসেবে থাকছেনা চিনা মোবাইল সংস্থা ভিভো। যার ফলে নতুন করে স্পন্সর নিয়ে ভাবনা শুরু করেছে বিসিসিআই। সেখানে প্রাধান্য দেওয়া হতে পারে দেশি কোম্পানি গুলিকে। আর সে কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি বোর্ডের কাছে আবেদন করেছে আইপিএল এ যুক্ত হয়ে তাদের ব্র্যান্ড কে এই টুর্নামেন্টের মাধ্যমে তুলে ধরতে।

আরও পড়ুনঃ শেষের শুরু হয়েছে করোনা ভাইরাসের; বিশ্বকে সুখবর বিজ্ঞানীদের।

IPL এর স্পন্সর পতঞ্জলি? চিয়ার লিডার্স দের যোগা শেখাবেন রামদেব! এই নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাবা রামদেব ট্রোল হচ্ছেন ট্যুইট বন্যায়।

অনেক কোম্পানির মধ্যে আছে যোগ গুরু রামদেব বাবার কোম্পানি পতঞ্জলি। তারাও এবার আইপিএল এ প্রধান স্পন্সর হতে আগ্রহী। পতঞ্জলির এক মুখপাত্র এসকে তিজারাওয়ালা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, পতঞ্জলি ব্র্যান্ডকে এখনআন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। তাই আগামী আইপিএলের টাইটেল স্পনসরশিপ নেওয়ার ব্যপারে সংস্থা ভাবনা চিন্তা করছে। তিজারাওয়ালা আরও বলেন, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর কাছে এই ব্যাপারে প্রস্তাব পেশের কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুনঃ মাত্র ১০ মাসের অপেক্ষা, তৃণমূল নেতাদের জেলের ভাত খাওয়াব! হুঙ্কার দিলীপের।

করোনা আবহের কারণে এবারের আইপিএল অয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ম্যাচ হবে। কিন্তু সেটা হলেও টিভি, সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই জুড়ে থাকবে আইপিএল। সেই আয়োজনরে টাইটেল স্পনসর হলে সংস্থা লাভবান হবে বলেই মনে করছে পতঞ্জলি। সূত্রের খবর আইপিএল এর প্রধান স্পন্সর হওয়ার জন্যে মুখিয়ে রয়েছে রামদেবের সংস্থা। রামদেব নিজে সচেষ্ট হয়েছেন নিজের সংস্থা কে আইপিএল এর প্রধান স্পনসর করার জন্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x