নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সকালে ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। যা নিয়ে রাশিয়ার সমালোচনায় সরব হয়েছে গোটা দেশ। ধীরে ধীরে রুশদের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে পশ্চিমি দেশগুলি। একই পথে হেঁটে রাশিয়াকে কোণঠাসা করা শুরু করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা। এবার সেই পথে অ্যাপেল।
আরও পড়ুনঃ বালুরঘাট পুরসভায় সবুজ ঝড়ে উধাও গেরুয়া, এক নজরে দেখে নিন ফলাফল
রাশিয়ার এই অমানিক আক্রমনের কথা উল্লেখ করে আজ বিশেষ ঘোষণা করে অ্যাপল। তাদের তরফে বিশেষ বিবৃতি দিয়ে বলা হয়, “ইউক্রেনে যেভাবে রুশ সেনারা আক্রমন চালাচ্ছে তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রুশ আক্রমণে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের পাশে আমরা রয়েছি।” পাশাপাশি আরও বলা হয়,“আমরা রাশিয়ায় সমস্ত পণ্য বিক্রয় বন্ধ করে দিয়েছি। গত সপ্তাহে, আমরা দেশটিতে সমস্ত রফতানি বন্ধ করে দিয়েছি।”
অন্যদিকে, রুশ আক্রমন পরিস্থিতির জেরে অ্যাপেলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে ইউক্রেন সরকার। সেদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মাইখাইলো ফেদোরভ টুইট করে বলেন, আমরা আপনাদের আবেদন জানাচ্ছি। অবিলম্বে অ্যাপেল স্টোরের অ্যাক্সেস বন্ধ করুন। পাশাপাশি রুশ মন্ত্রকে আপনাদের পন্য সরবরাহ স্থগিত করুন।
বিরাট ধাক্কা খেল রাশিয়া, রাশিয়ান সামগ্রী বন্ধের ডাক অ্যাপেলের

এই প্রসঙ্গে বিশেষ বিবৃতি দিয়ে অ্যাপেল জানায়, “বর্তমানে আমরা গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। আমাদের তরফে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা সকলের সঙ্গে যোগাযোগ করেই নেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে যারা শান্তির কথা বলছে, আমরা তাদের সঙ্গেই আছি।” এই ঘোষণার পরেই ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া রাশিয়ান আরটি ও স্পুটনিকের সম্প্রচার। পাশাপাশি সুইফট ব্যাঙ্ক মেসেজিং সিস্টেম থেকে বাতিল করা হয় সমস্ত রাশিয়ান ব্যাঙ্কগুলি। যারফলে, প্রযুক্তিগত দিক থেকে বিরাট ধাক্কা খেল রাশিয়া।