চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের জন্যই এতবড় আত্মত্যাগ?
Anushka is going to leave acting forever!

নজরবন্দি ব্যুরোঃ কালকেই একটি ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনাটি জুড়ে শুরু হয়ে যায় জোর চর্চা। বিরাট এবং অনুস্কা নাকি দ্বিতীয়বারের জন্য বাবা মা হতে চলেছেন। তবে এবার সামনে এলো আরও এক নতুন তথ্য। অনুষ্কা নাকি দ্বিতীয়বার মা হওয়ার সাথে সাথে তার অভিনয় জীবন থেকে বিরতি নিয়ে নেবেন।

আরও পড়ুনঃ ‘দুশ্চিন্তায় থাকলে শুধু তোমারই ছবি দেখি’ কার প্রেমে পরেছেন সৌমিতৃষা?

তবে বিরাট বা অনুস্কার মা হওয়ার খবর তাদের দুজনের মধ্যে কেউই নিজের মুখে শিকার করেননি। ‘হিন্দুস্তান টাইম্‌স’-এর প্রতিবেদন থেকে তথ্য পাওয়া যায় এই তথ্যটি। মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল বিরাট এবং তার পত্নীকে।

Anushka Sharma: চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের জন্যই এতবড় আত্মত্যাগ?

এই ঘটনাটি সেখানে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরাবন্দী করতে চাইলে তারা বাধা দেয়। তারা জানায় এই ঘটনাটি তারা পরে সকলের সামনে আনবে। ঘোষণা করবেন নিজেরাই। এই খবর সামনে আসা মাত্রই হইচই পরে যায় বিনোদন জগতে।

চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! কারন দ্বিতীয় সন্তান! 

Anushka Sharma: চিরতরে অভিনয় ছাড়তে চলেছেন অনুষ্কা! দ্বিতীয় সন্তানের ভবিষ্যতের জন্যই এতবড় আত্মত্যাগ?

 

এই সমস্ত ঘটনার মাঝেই আবার ভাইরাল হয় আরও একটি পুরনো ভিডিও। যা আগুনে ঘি ঢালার মত অবস্থা। ভাইরাল ভিডিওটিতে অভিনেত্রীকে বলতে দেখা যাচ্ছে “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”