নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহ থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় গুলির লড়াইয়ে একাধিক জওয়ান শহীদ হয়েছেন। ছয়দিন পেরিয়ে গেলেও এখনও উত্তপ্ত পরিস্থিতি। জারি রয়েছে অভিযান। এদিন সকালে উদ্ধার হয় জঙ্গির পোড়া দেহ। সোমবার ভোর থেকেই ফের শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিরা গভীর জঙ্গলে একটি গুহায় লুকিয়ে রয়েছে বলেই খবর পেয়েছে তল্লাশিবাহিনী।
গত সপ্তাহের মঙ্গলবার থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের ঘন জঙ্গলে সেনা-জঙ্গির সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত তিন সেনা জওয়ান ও এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা একাধিক। বুধবার ভোরে জঙ্গিদের সংঘর্ষে মোট তিনজনের মৃত্যু হয়। এরপর শুক্রবার আহত এক জওয়ানের মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সেনা ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেইসময়েই জঙ্গিদের গুলিতে দুই জওয়ান আহত হয়। এমনকি এক জওয়ান নিখোঁজ হয় বলেও খবর।
জানা যায়, বুধবার সেনা-জঙ্গির সংঘর্ষে এক কর্নেল, মেজর এবং পুলিশের এক ডিএসপির মৃত্যুতে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল অভিযান। তবে বৃহস্পতিবার সকাল থেকেই কোকেরনাগের ঘন জঙ্গলে থাকা জঙ্গিদের বিরুদ্ধে আরও জোরদার অভিযান শুরু করে যৌথবাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা গভীর জঙ্গলের মধ্যে উচু একটি গুহায় লুকিয়ে রয়েছে। ফলে সেনার গতিবিধির উপরে তাদের নজরদারি করতে সুবিধা হচ্ছে। অনুমান করা হচ্ছে, জঙ্গিদের কাছে বিপুল পরিমাণে খাদ্য ও অস্ত্রসামগ্রী মজুত রয়েছে তাই তারা লড়াই চালিয়ে যেতে পারছেন।
উল্লেখ্য, গত বুধবার অনন্তনাগে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত হন কর্নেল মনপ্রীত সিংহ, মেজর আশিস ধনচক এবং জম্মু-কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের দেহ ঝাঁঝরা করে দেয়। এখনও আহতের সংখ্যা একাধিক।
১২০ ঘণ্টা অতিক্রান্ত, এখনও রণক্ষেত্র অনন্তনাগ, জঙ্গলে উদ্ধার জঙ্গির পোড়া দেহ
