নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ‘সিঙ্ঘম’-এর তৃতীয় পার্ট আসতে চলেছে। দীর্ঘ নয় বছর পর ফের বাজিরাম সিংহমকে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক রোহিত শেট্টি। এই তৃতীয় ছবির জন্য ফের গাঁটছড়া বেঁধেছেন রোহিত শেট্টি এবং অজয় দেবগণ। আর এই নতুন ছবির নাম সিংঘম এগেইন।
আরও পড়ুনঃ বড়দিনে উপহার নিয়ে হাজির ফেলুদার নতুন ছবি, মুক্তি পেল ‘হত্যাপুরী’ ট্রেলার
বিষয়টি শোনার পর থেকেই উচ্ছ্বসিত অজয় ভক্তরা। পরিচালক বা অভিনেতা এখনও পর্যন্ত ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেননি। ছবির গল্প এবং চিত্রনাট্যও মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। তবে এখনই শুরু হচ্ছে না সিংহম এগেইন-এর শ্যুটিং। কারণ,সার্কাস-এর প্রমোশন নিয়ে দারুণ ব্যস্ত রয়েছেন রোহিত শেট্টি।

অজয় দেবগণ এর আগেও রোহিত শেট্টির কপ ইউনিভার্সের অংশ হিসাবে ‘সিংঘম’ এবং ‘সিংঘম ২’ ছবিতে কাজ করেছেন। সিংঘম ছিল হরি গোপালকৃষ্ণান পরিচালিত এবং একই নামের এই সিনেমাটি ২০১০ সালের এক তামিল সিনেমার রিমেক। ‘সিংঘম এগেইন’ ছবির কথা ঘোষণা করে টুইট করেছেন তরণ আদর্শ। তিনি লিখেছেন, ‘এক্সক্লুসিভ… অজয় দেবগণ-রোহিত শেট্টি ‘সিংঘম এগেইন’-এর জন্য এক হচ্ছেন।
পর্দায় আবার ‘সিংহম’-এর এন্ট্রি, ফের একসঙ্গে অজয়-রোহিত জুটি

সম্প্রতি আসন্ন সিনেমা ‘ভোলা’-এর টিজার নেটমাধ্যমে শেয়ার করেছেন অজয় দেবগণ। তিনিই ছবির পরিচালক এবং নিজে অভিনয়ও করেছেন। ভোলা হল ২০১৯ সালের তামিল সুপারহিট কাইথির অফিসিয়াল হিন্দি রিমেক।