টিকিট দেয়নি দল, মোবাইল টাওয়ারে চড়ে বসলেন প্রাক্তন কাউন্সিলর
AAP councilor on Mobile Phone Tower

নজরবন্দি ব্যুরোঃ আসন্ন নির্বাচনে টিকিট দেয়নি দল। সেই প্রতিবাদে টাওয়ারে চড়ে বসলেন প্রাক্তন আপ কাউন্সিলর হাসিব-উল-হাসান। ঘটনাটি ঘটেছে শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে একটি টাওয়ারে। কাউন্সিলরের এই কাণ্ড দেখে ধুন্ধুমার পরিস্থিতি ওই এলাকাজুড়ে।

আরও পড়ুনঃ BJP-TMC: প্রসঙ্গ অখিল গিরির মন্তব্য, মমতার সভার দিনে জঙ্গলমহলে জোড়া সভা শুভেন্দু-সুকান্তর

উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে রয়েছে পুরভোট। সেইমতো দিল্লির ২৫০ টি ওয়ার্ডের মধ্যে দুই দফায় ১১৭ জনের তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি। কিন্তু প্রত্যাশা মতো টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই ব্যক্তি। এরপরেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে মোবাইলের টাওয়ারে চড়তে দেখা যায় তাঁকে।

টিকিট দেয়নি দল, হুলুস্থুল কান্ড ঘটালেন কাউন্সিলর 
টিকিট দেয়নি দল, হুলুস্থুল কান্ড ঘটালেন কাউন্সিলর 

ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, কেন এরকম করছেন? নীচে নেমে আসুন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুলকালাম পরিস্থিতি। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে কথা বলে নীচে নেমে আসেন তিনি। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, দুর্গেশ পাঠক, অতিশী মারলেনা এবং সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে টাকা নিয়ে টিকিট দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।

দিল্লির পুর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্মুখ সমরে লড়াই আপ এবং বিজেপির। গত ১৫ বছর ধরে বিজেপির কার্যক্রম নিয়ে তোপ দাগতে শুরু করেছে আপ। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ফের ক্ষমতায় আসার চেষ্টা করছে পদ্ম শিবির।

টিকিট দেয়নি দল, হুলুস্থুল কান্ড ঘটালেন কাউন্সিলর 

টিকিট দেয়নি দল, হুলুস্থুল কান্ড ঘটালেন কাউন্সিলর 
টিকিট দেয়নি দল, হুলুস্থুল কান্ড ঘটালেন কাউন্সিলর 

এর আগে শুক্রবার ১৩৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিল আম আদমি পার্টি। এরপর বিজেপি ২৩২ জন প্রার্থীর নাম তালিকা প্রকাশ করে। ঠিক তাঁর পরেই আপের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হয়। উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোটের ফলাফল ঘোষিত হবে ৭ ডিসেম্বর।