Abhishek Banerjee: গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক
abhishek banerjee challenging verdict of calcutta high court and moving to supreme court of india

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে অভিষেকের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত। এর পাশাপাশি অভিষেক ও কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুনঃ গোদের উপর বিষফোঁড়া! পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫! বিস্ফোরক শুভেন্দু

কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ডায়মন্ড হারবারারে তৃণমূল সাংসদ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতিও অভিষেক শুরু করে দিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনে সাড়া দিয়ে বিচার না বদলালেও বদলে দিয়েছিল বিচারপতি।

গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। এমনকি কুন্তল চিঠি দিয়েছিলেন হেস্টিংস থানাতেও।

গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক
গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

সেই চিঠি প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, ইডি কিংবা সিবিআই প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা যেতে পারে। যার পরে আইনের জল অনেকদূর গড়িয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বদল হয়েছে এজলাস, কিন্তু বদলায়নি বিচার। আজ সেই মামলার রায়দান হয়।

গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

গাঙ্গুলির পর অমৃতায় অস্বস্তি, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে অভিষেক

আজ বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক‌। কিন্তু মেলেনি রক্ষাকবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি।

আজ সেই মামলার শুনানি ছিল। যেখানে অমৃতা সিনহা আদালতের সময় নষ্ট করার জন্যে অভিষেক বন্দোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ৫০ লক্ষ টাকা জরিমারা করেছেন। পাশাপাশি কোন রক্ষাকবচ দেননি অভিষেককে। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কড়া নাড়ছেন অভিষেক।