নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা
A world-class shopping mall will be built in Newtown

নজরবন্দি ব্যুরোঃ নিউটাউনে একটি বিশ্বমানের শপিং মল তৈরি করতে পারে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠী। শুক্রবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন সংস্থার ডিরেক্টর আশরফ আলি। এই বৈঠকেই শপিং মল তৈরির বিষয়টি স্থির হয়েছে বলে সূত্রের খবর। স্পেন সফর শেষ করে এখন তিন দিনের জন্য দুবাইয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Supreme Court-র নির্দেশ মেনেই উপাচার্য বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠন, আদালতে সদস্যদের নাম পাঠালেন রাজ্যপাল

রাজ্যে লগ্নি আনতে স্পেনের পর দুবাই সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে স্পেনের শিল্পপতিদের সঙ্গেও মাদ্রিদ ও বার্সেলোনায় বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও ইতিবাচক সাড়া মিলেছে। স্পেনের লা-লিগা বাংলায় একটি অত্যাধুনিক অ্যাকাডেমি খুলবে বলে কথা দিয়েছে। সে জন্য কিশোর ভারতী স্টেডিয়ামকে নির্বাচন করা হয়েছে।

নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা
নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা করবেন বলেও কথা দিয়েছেন স্পেনে বসেই। তাছাড়া আসন্ন বঙ্গ বাণিজ্য মেলায় স্পেনের একাধিক শিল্পপতিদের কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা

নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা

স্পেনের পর দুবাইতেও একই লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর। যে কোনওভাবে রাজ্যে বিনিয়োগ আনা। কারণ, রাজ্যে শিল্প নেই এই অভিযোগ বরাবরই করে আসছে বিরোধীরা। এবার দুবাইয়ে বহুজাতিক সংস্থা লুলু গোষ্ঠীর সঙ্গে বৈঠক সারলেন মমতা। বৈঠকে সংস্থার ডিরেক্টর আশরফ আলি ছাড়াও সংস্থার অনেক কর্তা উপস্থিত ছিলেন। লুলু গোষ্ঠী নিউটাউনে একটি শপিং মল করতে পারে। সেখানে তৈরি হবে বিশ্ববাংলার আউটলেট।

আজকের বৈঠকের বিষয়টি মুখ্যমন্ত্রী নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলেও জানিয়েছেন। পাশাপাশি, ২০২৩ সালের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসার জন্য লুলু গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউটাউনে তৈরি হবে বিশ্বমানের শপিং মল, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সবুজ সংকেত দিল সংস্থা