নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক প্রতারণার ঘটনায় শোরগোল ছড়িয়েছে। কখনও নিয়োগে দুর্নীতি! কখনও শিক্ষায়! কখনও গরুপাচার আবার কখনও কয়লা পাচার! একাধিক দুর্নীতির দায়ে রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতারা বর্তমানে সিবিআই-ইডির জালে! সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে।
আরও পড়ুন: Abhishek-র বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা শুভেন্দুর! আগামী মাসে শুনানির সম্ভাবনা
এহেন পরিস্থিতিতে ফের প্রতারণার ঘটনা সামনে এল! ঘটনাটি ঘটেছে, বসিরহাটের ন্যাজাট থানা এলাকায়। সূত্রের খবর, বসিরহাটের ন্যাজাট থানা এলাকায় বিভিন্ন যুবকের কাছে প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই মধুসূদন বারুই নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, প্রায় ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে! ওই এলাকায় একাধিক যুবকের কাছ থেকে টাকা তুলেছিলেন মধুসূদন। ওই যুবকদের বারংবার প্রতিশ্রুতি দিয়েও চাকরি হয়নি কারোরই। এরপরে তাঁদের টাকা ফেরত চাইতে গেলে অস্বীকার করেন মধুসূদন। একাধিকবার তাঁর বাড়িতে গিয়ে হানা দেন প্রতারিতরা। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি।
এরপর আচমকা এদিন অভিযুক্ত মধুসূদন আত্মগোপন করেন। তারপরেই বসিরহাট থানার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ করেন প্রতারিত যুবকরা। পরে জানতে পারা যায় যে বসিরহাট থানার পিফা অঞ্চলে লুকিয়ে রয়েছেন মধুসূদন। অভিযোগের ভিত্তিতে মধুসূদনকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা! তার মধ্যেও কীভাবে এই ঘটনা ঘটল! ঘটনায় পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা!