ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি

নজরবন্দি ব্যুরো: ভ্রমণপ্রিয় মানুষেরা বছরের যেকোনও সময়েই হঠাৎ প্ল্যান বানিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। উত্তর হোক বা দক্ষিণ, দীঘা কিংবা দার্জিলিং- পাহাড় সমুদ্র মিলিয়ে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে চায়। কিন্তু ব্যস্ততার কারণে সবসময়েই কি ইচ্ছেপূরণ হয়। তবে কয়েকদিনের ছুটি পেলে কোথাও ঘুরে আসতে পারেন। আজ খোঁজ রইল এমনই কয়েকটি ঠিকানার।

আরও পড়ুন: পাহাড়ের গায়ে রঙিন কটেজ, সাজানো সুইমিং পুল, দু তিনদিন কাটবে স্বপ্নের মতই

চুকা বিচ
উত্তরপ্রদেশে অবস্থিত চুকা বিচ পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের অন্তর্গত একটি জলাধারের সৈকত। পর্যটন মানচিত্রে এখনও তেমন জনপ্রিয় না হওয়ায় গুটি কয়েক মানুষ এই জায়গার সম্বন্ধে জানেন। মাহফ অরণ্য এলাকায় শারদা সাগর ড্যাম এবং নেপাল থেকে উত্তরপ্রদেশ সীমানা পেরিয়ে আসা শারদা ক্যানালের মধ্যবর্তী অঞ্চলে এই বিচ গড়ে উঠেছে। জলাধারের গা ঘেঁষে রয়েছে সবুজে ঘেরা অরণ্য এবং তটভূমি। অফবিট ডেস্টিনেশনের খোঁজ করেন যারা তাঁদের জন্য এটি আদর্শ স্থান।

ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি

নৌকুচিয়াতাল
উত্তরাখণ্ডে কুমায়ুন পর্বতের বুকে অবস্থিত নৌকুচিয়াতালে অন্যান্য অফবিট ঠিকানার মত পর্যটকদের ভিড় দেখা যায় না। ফলে কংক্রিটের শহর থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইলে এখানে চলে আসাই যায়। বোটিং, প্যাডলিং, নৌকুচিয়াতাল লেক পর্যন্ত ইয়ট ট্রিপ, প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে।

ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি

বাংরিপোসি
ওড়িশায় অবস্থিত বাংরিপোসি। প্রতি বছর বহু বাঙালি পড়শি রাজ্যের জগন্নাথধামে ঘুরতে যান। তবে চেনা এই জায়গা ছেড়ে এবার ঘুরে আসতে পারেন অফবিট জায়গায়। বারিংপোসি পাহাড় এবং জঙ্গলের জন্য বিখ্যাত। এখানে এলে চোখে পড়বে ঘন সবুজে ঘেরা প্রকৃতির সৌন্দর্য। অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য ট্রেকিংয়ের সুযোগ রয়েছে।

ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি

ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি
ব্যস্ততা কাটাতে কয়েকদিনের হাওয়া বদল, গন্তব্য হতে পারে এই ঠিকানাগুলি