পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের

নজরবন্দি ব্যুরো: সময়-সুযোগ হলেই ভ্রমণপিপাসুরা কয়েকদিন দূরে বা কাছে কোথাও ঘুরে আসতে চায়। কারও পছন্দ পাহাড়, কারও পছন্দ জঙ্গল, কেউ আবার চায় সমুদ্র। আপনি যদি সমুদ্রে যেতে চান তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। খোঁজ রইল তিন সেরা সমুদ্র সৈকতের। কলকাতার কাছে নাকি দূরে, কোথায় যাবেন, বেছে নিন নিজেই।

আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা খরচে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে, ক্লান্তি কাটবে নিমেষেই

তারকারলি সমুদ্র সৈকত
মুম্বই থেকে ৪৯৩ কিলোমিটার দূরে সিন্ধুদূর্গ জেলায় অবস্থিত এই সমুদ্র সৈকত বর্তমানে মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম যে আপনার মালদ্বীপ কিংবা গোয়ার ফিলিংস মনে আসবে। এই অঞ্চলকে কোঙ্কন অঞ্চলের রানীও বলা হয়। অল্প বাজেটের মধ্যেই তারকারলি হতে পারে আপনার গন্তব্য

পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের

বকখালি
পশ্চিমবঙ্গে থেকে বকখালি ঘুরতে যায়নি এমন মানুষের সংখ্যা বলতে গেলে হাতে গোনা। দক্ষিণবঙ্গে যে বিভিন্ন দ্বীপগুলি রয়েছে সেগুলির মধ্যে অন্যতম বকখালি। দীঘার মত ভিড় দেখতে পাবেন না এখানে। তাই নিরবিলিতে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন কয়েকদিনের জন্য। এছাড়া বকখালির পাশের হেনরি’স আইল্যান্ড থেকে ঘুরে দেখতে পারেন।

পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের

রাধানগর সমুদ্র সৈকত
আটটি দ্বীপের সমন্বয় তৈরি হ্যাভলক দ্বীপ। তার মধ্যেই রয়েছে রাধানগর সমুদ্র সৈকত। ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক-এর নামানুসারে হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয়েছে। এই দ্বীপের সবথেকে বড় বিচ ‘রাধানগর বিচ’। এখানে ঘুরতে এসে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য মিস করতে পারবেন না। মধুচন্দ্রিমায় ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটি ‘বেস্ট’। এখানে এসে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা লাভ করতে ভুলবেন না।

পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের

পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের
পাহাড়-জঙ্গল অনেক ঘুরেছেন, এবার সমুদ্রে যাবেন ভাবছেন? খোঁজ রইল ৩ সেরা সৈকতের