নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক নিয়োগ নিয়ে চরম অচলাবস্থা রয়েছে রাজ্যে। নিয়োগকে কেন্দ্র করে চরম জালিয়াতি হয়েছে আন্দাজ করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। চাকরি চলে গেছে খোদ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। চাকরি গেছে প্রাথমিক স্কুলের ২৬৯ জন শিক্ষকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষকদের জন্যে সুখবর, ১০ টি প্রশ্নের জবাব দিলেই বাঁচবে চাকরি!
তবে শিক্ষক নিয়োগ হবে পার্ট টাইম, অতিথি হিসেবে এবং চুক্তির ভিত্তিতে। প্রায় ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যে। সূত্রের দাবি, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গিয়েছে। কিন্তু আচমকাই কেন চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে রাজ্য?
আরও পড়ুনঃ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ অরুণাভর!

১৬ই জুন থেকে গরমের ছুটি বেড়েছে আরও ১১ দিনের জন্যে। স্কুল খুলবে আগামী ২৭ জুন। আর স্কুল খোলার পরেই শুরু হবে একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। এমনিতেই শিক্ষকের শূন্যপদ অনেক তারপর উৎসশ্রী প্রকল্পে ট্রান্সফারের জন্যে অনেক বিদ্যালয় ধুঁকছে শিক্ষকের অভাবে। পরিস্থিতি যখন এমন জটিল তখন শিক্ষক নিয়োগ ঝুলছে আইনের গেরোয়। সেই কারনেই চুক্তি ভিত্তিক শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চাইছে রাজ্য।
দ্রুততার সাথে ১০ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে, সুখবর চাকরিপ্রার্থীদের জন্যে।
সূত্রের খবর, খুব দ্রুততার সাথে মোট ১০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে রাজ্য জুড়ে। তবে চুক্তি বেশিদিনের জন্যে হবে না। প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তিতে এই শিক্ষকদের নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পরে পার্ফর্মেন্সের ভিত্তিতে শিক্ষকদের চুক্তির মেয়াদ বাড়াবে সরকার। সরকারের তরফে এখন পর্যন্ত কোন নির্দেশিকা জারি না হলেও সূত্রের দাবি, জুলাই মাসেই নিয়োগের উদ্যোগ নেবে রাজ্য সরকার।