নজরবন্দি ব্যুরোঃ নিউটাউনে শুরু হল ষষ্ঠ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। ব্রিটেন, আমেরিকা, কেনিয়া, বাংলাদেশ সহ ৪২ দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন এই সম্মেলনে। এই সম্মেলনে হাজির আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ।
আরও পড়ুনঃ এই শিল্প সম্মেলন আগামীদিনে রাজ্যের উন্নয়নে পথ দেখাবে, মুখ্যমন্ত্রীর প্রশংসায় রাজ্যপাল
সবার প্রত্যাশা ছিল আদানি গ্রুপের কর্ণধারের দিকে। আর তিনিও দিলেন প্রতিশ্রুতি। ঘোষণা করলেন ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ হবে বঙ্গে। ঘোষণার সময় তিনি বলেন ‘আদানি গ্রুপের সেরা প্রকল্প বাংলার জন্য ঘোষণা করা হল। প্রযুক্তির মাধ্যমে বাংলায় শিল্পের উন্নতিতে অংশ নেবে আদানি গ্রুপ। যার ফলে ২০ থেকে ২৫ হাজার কর্মসংস্থান হবে।’

তিনি আরও বলেন, ‘কলকাতায় এসে গর্ববোধ করছি। কলকাতা বরাবরই আমাকে মুগ্ধ করেছে। গোপাল কৃষ্ণ গোখলে বলেছিলেন, বাংলা যা আজ ভাবে ভারত কাল ভাবে। অত্যন্ত সত্যকথা। বাংলার দেশের অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা রাখে।’
বাংলায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ, ঘোষণা গৌতম আদানির
সম্মেলনের মঞ্চে উঠে শিল্পপতি সজ্জন জিন্দাল জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এরাজ্যে বিনিয়োগ করলে শ্রমিক সমস্যা হবে না। রাজ্যের শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা জানান, উত্পাদন ব্যাহত হলে মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট হন। রাজ্যের বাণিজ্যিক পরিবেশের প্রশংসা শোনা যায় শিল্পপতি নিরঞ্জন হিরা নান্দানির মুখেও।