নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। শিনজো আবের উত্তরসূরি বেছে নিল জাপান।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। শিনজো আবের উত্তরসূরি বেছে নিল জাপান। আজ সোমবার শিনজো আবের প্রশাসনের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ৭১ বছরের ইউশিহিদে সুগা জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্যের অবনতির কারণে শিনজো আবে গত মাসে পদত্যাগের ঘোষণা করেন। তারপরেই খোঁজ চলছিল উত্তরসূরির।

আরও পড়ুনঃ থাইল্যান্ড সফরেই কি সম্পর্কের ইতি সুশান্ত সারার? এবার মুখ খুললেন সুশান্তের গাড়ির চালক।

বিবিসি-র খবর অনুযায়ী, শিনকো আবের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ইউশিহিদে সুগা। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন বলে জানিয়েছেন। স্ট্রবেরিচাষির ছেলে সুগা প্রবীণ রাজনীতিবিদ। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ও আঞ্চলিক প্রতিনিধিদের মোট ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোটে জয়ী হন।

নতুন প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী সিগেইরু ইশিবা ও এলডিপির নীতিনির্ধারণী–প্রধান ফুমিও কিশিদা বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন। ইশিবা মাত্র ৬৮ ভোট টি পান। আর কিশিদা পান মাত্র ৮৯ টি ভোট।

সুগার তুলনায় ৬৩ বছরের ফুমিও কিশিদার আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা বেশি থাকলেও তাঁকে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের সমর্থন করেননি। পাশাপাশি, শিগেরু ইশিবা এলডিপির প্রাক্তন মহাসচিব ছিলেন। আবের মন্ত্রিসভায় একসময় তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু ইশিবার সঙ্গেও আবের যথেষ্ট দূরত্ব ছিল তাই তিনিও আবের সমর্থন পাননি।

বিবিসি সূত্রে খবর, শিনজো আবেকে ছাড়াই আবের প্রশাসন পরিচালনা করতে পারবেন বলেই ইউশিহিদে সুগাকে তাঁর উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, এলডিপির মধ্যেও সুগা যথেষ্ট জনপ্রিয়। কর্মঠ ও বাস্তববাদী নেতা হিসেবে সুগার উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে বলেই তাঁকে সমর্থন করেছেন নির্বাচক রা।

এদিকে নেতৃত্ব বদলের এই সময়টা জাপানের জন্য যথেষ্ট কঠিন। কারন করোনার সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান সরকার। পাশাপাশি করোনার কারণে জাপানে অর্থনৈতিক মন্দা রেকর্ড ছুঁয়েছে। এমনকি জাপানে যুদ্ধপরবর্তী সংবিধান সংস্কারে সরকারি পরিকল্পনাও অসমাপ্ত রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী আবে জাপানের সেনাবাহিনীকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সাংবিধানিক ধারায় বদল আনতে চেয়েছিলেন। জাপানের সেনাবাহিনী এখন সেলফ ডিফেন্স ফোর্স নামে পরিচিত। এখন দেখার হাতে জাপানের সর্বময় দায়িত্ব পেয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যান ইউশিহিদে সুগা।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ভোটপর্বের মাঝেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, মে মাসেই বেরোবে রেজাল্ট!

গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।

অপরিকল্পিতভাবে লাইনের কাজ, দমদমে তীব্র ভোগান্তি, আর কত দিন উদাসীন রেল?

এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা সুযোগ পাবেন

আইপিএল এর পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ৫ স্লটের জন্য জোর লড়াই, কারা...

এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তাই তিনি হয়তো এগিয়ে।কিন্তু বোলিঙের দিক থেকে এগিয়ে চাহাল। তবে এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।
তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

তীব্র গরমেও ভোটদানে এগিয়ে বাংলা, সকাল ১১ টা পর্যন্ত তিন কেন্দ্রে কত ভোট পড়ল?

প্রথম দিন বাংলার তিন কেন্দ্রে ভোটগ্রহণ। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। সকাল ৯ টা পর্যন্ত প্রাপ্ত ভোটের হার ছিল ১৫%। পরের দু'ঘন্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ভোটদানের হার বেড়ে হল ৩৩.৫৬%।
নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

Lifestyle and More...