নজরবন্দি ব্যুরোঃ আগামী লোকসভায় বিজেপিকে হারাতে বিরোধী রাজনৈতিক দলগুলির তৎপরতা ক্রমেই বাড়ছে। এদিকে আবার INDIA জোটের সমন্বয় কমিটিতে নেই সিপিআইএম। তবে, সমন্বয় কমিটিতে না থাকলেও জোটের একাধিক শীর্ষনেতাদের সঙ্গে বাড়িতে গিয়ে বৈঠক করছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
আরও পড়ুনঃ আজ একসঙ্গে ৯টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী, কোন কোন রুটে?
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী জোটের নাম UPA থেকে পরিবর্তন করে করা হয়েছে I.N.D.I.A। বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা করার জন্য গঠন করা হয়েছে একটি সমন্বয় কমিটি। ২৮টি দল থেকে এই কমিটিতে রয়েছেন ১৩ জন। প্রথমে সিপিআইএম সেই সিদ্ধান্তে সায় দিলেও পরবর্তী ক্ষেত্রে কমিটিতে নিজেদের প্রতিনিধি পাঠায়নি বাম শিবির। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়।
১৩ সেপ্টেম্বর ছিল সমন্বয় কমিটির প্রথম বৈঠক। আর তাঁর ঠিক পরের দিন এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে তাঁর নয়াদিল্লির বাড়িতে গিয়ে দেখা করেন সীতারাম ইয়েচুরি। এরপর আবার গত বুধবার পাটনায় গিয়ে জেডিইউ নেতা নীতিশ কুমারের সঙ্গে দেখা করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক।
সেখানেই শেষ নয়, বৃহস্পতিবার আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। এখন প্রশ্ন তাহলে কেন সমন্বয় কমিটিতে না থেকেও ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে চাইছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক?
We were joined shortly by Ministers Tej Pratap Yadav & Tejashwi Yadav.
Discussions focused around crucial aspects for further strengthening INDIA. pic.twitter.com/gx341vPTD8— Sitaram Yechury (@SitaramYechury) September 22, 2023
রাজনৈতিক মহলের মতে, আসন সমঝোতা নিয়ে বিভিন্ন রাজ্যে মতভেদ হচ্ছে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে। আশঙ্কা, এই আসন সমঝোতায় সামিল হলে পরবর্তী ক্ষেত্রে বিধানসভা নির্বাচনে প্রভাব পড়বে এবং তাতে দলের সামগ্রিক ভাবে ক্ষতি হবে। বিরোধী দল হিসাবে রাজ্যে অস্তিত্ব হারাতে পারে বামেরা। কিন্তু, এই মুহূর্তে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে বিরোধী জোট গঠন করা হয়েছে সেখানে সিপিআইএম নিজেদের অবস্থান আগেও যেভাবে স্পষ্ট করেছে অর্থাৎ, বিজেপিকে হারাতে আদর্শগত দিক থেকে সব রকম ভাবে আপোষ করতে সাময়িকভাবে রাজি বাম শিবির। সেই কারণেই কিছু নেতাদের সঙ্গে দেখা করছেন সীতারাম।
সমন্বয় কমিটিতে নেই CPIM, তবে INDIA-র ‘বিশ্বাসযোগ্য’ নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক ইয়েচুরির
তাহলে, আগামী দিনে কী তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলতে আসবেন সীতারাম। তা কিন্তু কার্যত না হওয়ারই সম্ভাবনা। আসলে, যে যে রাজ্যে সিপিআইএমের আপাতত কোনও সম্ভাবনা নেই সেই সব রাজ্যেই ঢুঁ মারছেন তিনি! কিন্তু, বাংলায় যে তৃণমূল সিপিআইএমকে হারিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে তাঁদের সঙ্গে কিন্তু দূরত্ব বজায় রেখেই চলছে বামেরা।
With Hon’ble Bihar CM Shri Nitish Kumar at Patna today. Discussed various issues concerning consolidating & further strengthening the INDIA bloc. pic.twitter.com/Nm8iglkvM7
— Sitaram Yechury (@SitaramYechury) September 20, 2023