নজরবন্দি ব্যুরোঃ টলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী মিমি। অভিনেত্রী মিমি চক্রবর্তী যে রাজের প্রাক্তন প্রেমিকা তা কাররই অজানা না। অনেকেই ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু তাদের এই সম্পর্ক টেকেনি। যার ফলে মিমি সুইসাইড ও করতে চেয়েছিলেন।
আরও পড়ুনঃ আজ ফের বনিকে তলব ED-র, টাকা ফেরতের ইচ্ছে প্রকাশ নায়কের
কিন্তু সেই সম্পর্কের পর থেকে তাকে আর অন্য কোন সম্পর্কে দেখা যায়নি। বা অন্য কারোর সঙ্গে তার নাম ও জড়ায়নি। তিনি নিজেও অন্য কোন সম্পর্কের কথা তার পর থেকে আর বলেনি। বরাবরই তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবী করে এসেছেন।

তার সমসাময়িক সব নায়িকারা বিয়ে করে সংসার করে ফেলেছেন অনেকে মা ও হয়ে গেছেন, এমনকি তার প্রিয় বান্ধবি নুসরত জাহান ও বিয়ে করে চুটিয়ে সংসার করছেন।
কেন এখনও নিঃসঙ্গ মিমি? কারণ জানলে অবাক হবেন।
এই বিষয়ে প্রশ্ন করায় তিনি জানান যে প্রেম করতে ভয় পান তিনি , তিনি নাকি খুব ঘরকুনো তার অনুগামীরা সবটাই জানেন । প্রেম করতে হলে অনেক সময় দিতে হয় , দেখা করতে হয়, ঘুরতে হয় ওসব পছন্দ নয় মিমির। তিনি শুটিং বাদে তার বাকি সময়টাই তার পরিবারের সঙ্গে বাড়িতে কাটান, পার্টি বাইরে বেরনো একেবারেই না পসান্দ তার।