কেন এখনও নিঃসঙ্গ মিমি? তবে কি এখনও ভুলতে পারেনি প্রাক্তন রাজ চক্রবর্তীকে!
Why actress mimi fear of getting into relationship

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী মিমি। অভিনেত্রী মিমি চক্রবর্তী যে রাজের প্রাক্তন প্রেমিকা তা কাররই অজানা না। অনেকেই ভেবেছিলেন রাজ-মিমির সম্পর্ক বহুদূর এগোবে। কিন্তু তাদের এই সম্পর্ক টেকেনি। যার ফলে মিমি সুইসাইড ও করতে চেয়েছিলেন।

আরও পড়ুনঃ আজ ফের বনিকে তলব ED-র, টাকা ফেরতের ইচ্ছে প্রকাশ নায়কের

কিন্তু সেই সম্পর্কের পর থেকে তাকে আর অন্য কোন সম্পর্কে দেখা যায়নি। বা অন্য কারোর সঙ্গে তার নাম ও জড়ায়নি। তিনি নিজেও অন্য কোন সম্পর্কের কথা তার পর থেকে আর বলেনি। বরাবরই তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবী করে এসেছেন।

Entertainment News | How was the chemistry between raj-mimi and now how is  it between raj-subhashree dgtl - Anandabazar
কেন এখনও নিঃসঙ্গ মিমি? কারণ জানলে অবাক হবেন।

তার সমসাময়িক সব নায়িকারা বিয়ে করে সংসার করে ফেলেছেন অনেকে মা ও হয়ে গেছেন, এমনকি তার প্রিয় বান্ধবি নুসরত জাহান ও বিয়ে করে চুটিয়ে সংসার করছেন।

কেন এখনও নিঃসঙ্গ মিমি? কারণ জানলে অবাক হবেন।

The real reason behind Raj and Mimi's breakup | Bengali Movie News - Times  of India

এই বিষয়ে প্রশ্ন করায় তিনি জানান যে প্রেম করতে ভয় পান তিনি , তিনি নাকি খুব ঘরকুনো তার অনুগামীরা সবটাই জানেন । প্রেম করতে হলে অনেক সময় দিতে হয় , দেখা করতে হয়, ঘুরতে হয় ওসব পছন্দ নয় মিমির। তিনি শুটিং বাদে তার বাকি সময়টাই তার পরিবারের সঙ্গে বাড়িতে কাটান, পার্টি বাইরে বেরনো একেবারেই না পসান্দ তার।