নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ এড়াতে অভিষেকের করা পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছে আদালত। এর পাশাপাশি অভিষেক ও কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুনঃ গোদের উপর বিষফোঁড়া! পিসি দেয় ৫, তো ভাইপোর ২৫! বিস্ফোরক শুভেন্দু
কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতিও অভিষেক শুরু করে দিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্ট অভিষেকের আবেদনে সাড়া দিয়ে বিচার না বদলালেও বদলে দিয়েছিল বিচারপতি।

এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘শুনলাম উনি(অভিষেক বন্দোপাধ্যায়) হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তা উনি যেতেই পারেন আদালতের দরজা সবার জন্য খোলা। কিন্তু প্রশ্ন হল কেন যাচ্ছেন সুপ্রিম কোর্টে? যেদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই মামলা থেকে সরানো হল উনি বলেছিলেন, কোর্টের রায় স্বাগত। সিবিআই হোক বা ইডি যে যখনই ডাকবে উনি যাবেন তদন্তে সহযোগীতা করতে। তাহলে এখন অসুবিধার কি আছে?’
এর পরেই সুকান্তবাবুর সংযোজন, ‘নাকি উনি ভয় পাচ্ছেন রক্ষাকবচ ছাড়া জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেই গ্রেফতার হতে পারেন বলে? মনে রাখতে হবে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি শুধু এজলাস বদলেছিলেন, বিচারক বদলেছিলেন, কিন্তু বিচারকের বিচারে হস্তক্ষেপ করেননি। তাই যেখানেই যান, ওনাকে আজ নয় কাল সিবিআই এর মুখোমুখি হতেই হবে। যদি কোন অন্যায় করে থাকেন বিচার হবে। জেল যাত্রা সময়ের অপেক্ষামাত্র।’
‘ভাইপো যেখানেই যান জেল যাত্রা সময়ের অপেক্ষা,’ নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক সুকান্ত
আজ বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন কেন্দ্রীয় সংস্থা চাইলে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলা থেকে অব্যাহতি চান অভিষেক। কিন্তু মেলেনি রক্ষাকবচ। গত মঙ্গলবার মামলার শুনানি হয়। ওই দিন মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেয় সিবিআই এবং ইডি।
আজ সেই মামলার শুনানি ছিল। যেখানে অমৃতা সিনহা আদালতের সময় নষ্ট করার জন্যে অভিষেক বন্দোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে ৫০ লক্ষ টাকা জরিমারা করেছেন। পাশাপাশি কোন রক্ষাকবচ দেননি অভিষেককে। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের কড়া নাড়ছেন অভিষেক। যা নিয়ে খোঁচা দিলেন বিজেপি রাজ্য সভাপতি।