IPL থেকে কবে অবসর নেবেন মাহি? জল্পনার অবসান ঘটিয়ে জানালেন CSK-র অধিনায়ক

IPL থেকে কবে অবসর নেবেন মাহি? জল্পনার অবসান ঘটিয়ে জানালেন CSK-র অধিনায়ক

নজরবন্দি ব্যুরোঃ ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনি এখনও সিএসকেতে খেলেন। আইপিএল থেকে কবে বিদায় নেবেন তিনি তা নিয়েও আলোচনা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে।

আরও পড়ুনঃ রাজস্থানের বিরুদ্ধে বিরাট জয় মুম্বাইয়ের, প্লে-অফের হুঙ্কার রোহিতদের

আর এবার তার উত্তর দিলেন তিনি নিজেই। ইন্ডিয়া সিমেন্টসের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে ধোনি সমর্থকদের উদ্দেশে বলেন, ”সিএসকের হয়ে আমার বিদায়ী ম্যাচ আপনারা মাঠে বসেই আমাকে দেখার সুযোগ পাবেন। সুযোগ পাবেন আমাকে ক্রিকেট খেলা থেকে বিদায় জানানোর।

IPL থেকে কবে অবসর নেবেন মাহি?
IPL থেকে কবে অবসর নেবেন মাহি?

আশা করি, আমি চেন্নাইয়ে সেই ম্যাচটি খেলতে পারব সমর্থকদের সামনেই।” অর্থাৎ চেন্নাইয়ে খেলেই আইপিএল থেকে বিদায় নিতে চান মাহি। চলতি মরশুমের পরে যে ধোনি অবসর নিচ্ছেন না, তা স্পষ্ট।

IPL থেকে কবে অবসর নেবেন মাহি?

আরও একটা আইপিএলে দেখা যাবে তাঁকে। আগামী বছরে মেগা নিলাম সংঘটিত হবে। প্রতিটি দল মাত্র দুজনকে রিটেন করতে পারবে। আরও নতুন দুই দলের সংযোজন ঘটবে।

IPL থেকে কবে অবসর নেবেন মাহি?

ব্যাট হাতে বহুদিন ফর্মে না থাকা ধোনি যে সেই নিলাম পর্বের আগেই সিএসকে জার্সিতে সরে দাঁড়াবেন, তা নিয়ে একপ্রকার নিশ্চিতই ছিল ক্রিকেট মহল। তবে যাবতীয় আলোচনা বন্ধ করে দিয়ে ধোনি বড়সড় আপডেট দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here