জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক

নজরবন্দি ব্যুরো: হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে এক নতুন ফিচার। ব্যবহারকারীরা নিজেদের আলাদা চ্যানেল তৈরি করা যায়। এবার হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যানেল। আমজনতার সঙ্গে যোগাযোগ আরও মজবুত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই চ্যানেলে নিজেকে যুক্ত করলেই মুখ্যমন্ত্রীর যাবতীয় কর্মসূচির তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে নিজের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:  চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার গগনযান নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা তুলতে আগ্রহী অনেক রাজনৈতিক দল। একাধিক রাজনৈতিক দলের নেতারা চ্যানেল খুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন। এবার সেই তালিকায় নয়া সংযোজন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে সদস্য হলে ফলোয়ার্সদের কাছে পৌঁছে যাবে বিভিন্ন তথ্য। এর ফলে আমজনতার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। তবে ওই চ্যানেলে কোনও পোস্ট করতে পারবেন না আপনারা। মানুষের কাছে পৌঁছাতে বিভিন্ন কর্মসূচি রয়েছে তৃণমূলের। ‘দিদিকে বলো’, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি যার মধ্যে অন্যতম।

জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন অন্যান্য সামাজিক মাধ্যমে যেমন ফেসবুক, এক হ্যান্ডেল (টুইটার), ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের আপডেট দিতেন। এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেও তাঁদের কর্মসূচি সংক্রান্ত তথ্য পাবে সাধারণ মানুষ। কীভাবে চ্যানেলে যুক্ত হবেন, জেনে নিন বিস্তারিত।

জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক

প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করুন। এবার আপডেটস সেকশনে গেলে একেবারে নিচে দেখতে পাবেন ‘ফাইন্ড চ্যানেল’ অপশন। ট্যাপ করলেই লম্বা তালিকা চোখে পড়বে। সেখানে খুঁজে না পেলে ‘Mamata Banerjee’ , ‘Abhishek Banerjee‘ নাম সার্চ করে নামের পাশে প্লাস আইকনে ক্লিক করুন। ভিতরে ঢুকলেই দেখতে পাবেন বিভিন্ন খবর। চ্যানেলটি ফলো করলে আপনি নিয়মিত আপডেট পেতে থাকবেন।

জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক

জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক
জনতার কাছে পৌঁছাতে আরও এক ধাপ, WhatsApp চ্যানেল খুললেন মমতা-অভিষেক