নজরবন্দি ব্যুরো: আজ ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩২১ তম দিন (অধিবর্ষে ৩২২)। বছর শেষ হতে আরও ৪৪ দিন বাকি। বিভিন্ন ঘটনার মাধ্যমে একটি সাধারণ দিন স্মরণীয় হয়ে ওঠে। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। জেনে নিন আজকের দিনে কি ঘটেছিল? বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ নভেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
জন্ম
১৯৮৬- পর্তুগীজ ফুটবল খেলোয়াড় ন্যানি।
১৯৫৩- বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদ।
১৯৫২- বাংলাদেশী খ্যাতিমান গায়িকা রুনা লায়লা।
১৯৩৬- বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক তারাপদ রায়।
১৮৭০- ভারতীয় বিপ্লবী, স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা।
মৃত্যু
২০২০- বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রাবন্ধিক অলোকরঞ্জন দাশগুপ্ত।
১৯৮৮- ভারতীয় বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবী।
১৯৭৩- ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা মৃত্যুবরণ করেন।
১৯৭১- বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক, লেখক ও অভিনেতা দেবকী কুমার বসু।
১৯৩১- বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী।
১৯২৮- পাঞ্জাব কেশরি নামে সুপরিচিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়।
ঘটনাবলী
১৯৯৯- আজকের দিনে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
১৯৮২- ইরাকের সাদ্দাম বিরোধী ইসলামী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে ইসলামী বিপ্লবী উচ্চ পরিষদ গঠিত হয়।
১৯৭০- বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
১৯৩৩- মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দেয়।
ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ নভেম্বর, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
