নজরবন্দি ব্যুরোঃ আজ ধনতেরাস। আর আজ থেকেই শুরু হবে আলোর উৎসব। আর আজকের এই শুভদিনে প্রত্যেকে কিছু না কিছু কিনে উদযাপন করেন। আজকের দিনে নতুন সোনা, বা গয়না কিংবা অন্য কোন ধাতু কিংবা বিশেষ কিছু দ্রব্য কেনাকে শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুনঃ দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন
জেনে নিন কোন সময়ে আজকের দিনে জিনিস কিনলে সেটি শুভ?
আজকে সকাল ১১টা ২৩ মিনিট হইতে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কেনাকাটার শুভ সময়।
তবে ধনতেরাসে জিনিস কেনাকে কেন শুভ মনে করা হয়? জানুন এই বিশেষ দিনের পৌরাণিক কাহিনী।
পুরানে কথিত রয়েছে রাজা হিমার এক অভিশপ্ত ছেলে ছিল। যার কুষ্টিতে লেখা ছিল ওই ছেলে বিয়ে করলেই নাকি চারদিনের মাথায় সাপের কামড়ে মারা যাবে। তাই হিমার ছেলের প্রান বাঁচাতে তার ছেলের বউ তাকে সারা রাত ঘুমতে দেয়নি। এমনকি তার সারা ঘরে ভরে ভরে সোনা এবং রুপোর গয়না জড়ো করে রাখে।
এরপর সকালে যখন স্বয়ং যমরাজ তাকে নিতে আসে তখন ওই সোনা রুপা জৌলস দেখে তার চোখ ঝলসে যায়। ফলে তিনি অভিশপ্ত পুত্রকে না নিয়েই চলে যায়। তার পরের দিন পালন করা হয়েছিল ধনতেরাস উৎসব, আর সেই কারনেই ওই দিন থেকে প্রতিবছর প্রতি ঘরে ঘরে এই উৎসব পালন করা হয়।
ধনতেরাসে কেনাকাটার শুভ সময় কোনটি? জানুন
প্রসঙ্গ উল্লেখ্য, ধনতেরাস কোনদিনও বাঙালির উৎসবের তালিকায় ছিল না। তবে বাঙালি এতটাই হুগুগে যে নিজেদের উৎসবের তালিকায় ধনতেরাসকে ঢুকিয়ে নিয়েছে।