দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন পরই দেশের সবথেকে বড় উৎসব দীপাবলী। কোথাও দেবী কালীর আরাধনা হয় কোথাও আবার লক্ষ্মীর পুজো করা হয়। এখন থেকেই চারিদিকে সাজো সাজো রব। এই সময় অনেকেই নিজের বাড়িতে রঙ্গোলি দেন। ফুল, রং কিংবা প্রদীপ দিয়ে সাজান। তবে এমন অনেকেই আছেন যারা আলপনাতেই কম্ফর্টেবল। যারা চিরাচরিত বাঙালি রীতিতে কালী পুজো ও দীপাবলির সময় আলপনা পছন্দ করেন, তাঁদের জন্য রইল কিছু সহজ ডিজাইন।

আরও পড়ুন: তাজা ফল দিয়েই বানিয়ে ফেলুন ড্রাই ফ্রুটস, দেখুন রেসিপি

ঘরে অনেকটা জায়গা থাকলে চেষ্টা করুন সেইভাবেই আলপনা দেওয়ার। ঘরের চারকোণায় ফুলের নকশা করুন। মাঝে গোল করে একটি আলপনা আঁকতে পারেন। এবার দীপাবলিতে এই ডিজাইনের সৌন্দর্য বাড়াতে প্রদীপ দিয়ে সাজিয়ে তুলুন ‌।

দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন

চৌকাঠে আলপনা আঁকা আবশ্যক। কলকা ডিজাইন করতে পারেন। তুলি দিয়ে খুব সহজে এই নকশা করা সম্ভব। বর্তমানে ফ্ল্যাট বাড়িতে আলাদা করো চৌকাঠ খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে ঘরের দরজার ঠিক সামনে এঁকে ফেলুন এই নকশা।

দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন

লাল ও সাদা রঙের ছোঁয়ায় সাজিয়ে ফেলুন আপনার বাড়ি। ঘরের ঠিক মাঝেখানে আঁকুন এমন নকশা। এটি তৈরি করা যেমন সহজ, দেখতেও লাগবে আকর্ষণীয়। তুলি, লাল‌ ও সাদা রঙ দিয়েই এই নকশা বানিয়ে ফেলতে পারবেন।

দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন

দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন
দীপাবলিতে আলপনা দিয়ে আত্মীয়দের নজর কাড়বেন, রইল কিছু সহজ ডিজাইন

খড়িমাটি দিয়ে আলপনা এঁকে ফেলুন। এবার সেটিকে সাজাতে ব্যবহার করুন ফুল ও প্রদীপ। দীপাবলির দিনে এইভাবে ঘর সাজালে দেখতে লাগবে অপূর্ব। এছাড়া বাড়িতে আসা অতিথিরাও মুগ্ধ হবেন।