নজরনবন্দি ব্যুরোঃ কাঁচা হলুদের উপকারিতার কথা আমরা কম বেশি সবাই জানি। বহু প্রাচীন কাল ধরে মানুষ কাঁচা হলুদ ব্যাবহার করে চলছে। কাঁচা হলুদ যেমন রূপচর্চার কাজে ব্যাবহ্রত হয় তেমনই রোগ নিরাময় কিংবা পূজার কাজেও ব্যাবহার করা হয়। এমনকি রোগ নির্মূলের ক্ষেত্রে ঔষধি হিসেবে কাজ করে এই কাঁচা হলুদ।

আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিককে অপমান করলেন অঙ্কিতা! রেগে আগুন সুশান্ত অনুরাগীরা

কারণ কাঁচা হলুদে থাকে কারকিউমিন যা বহু রোগ ব্যাধি নির্মূল করতে সক্ষম। এছাড়াও কাঁচা হলুদে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান। তাই সর্দি কাশি থেকে চটজলদি সমাধান পেতে হলুদের সাথে আদা সহযোগে চা বা দুধ খাওয়ার পরামর্শ দেন। এর থেকে বহু উপকার পাওয়া যায়। রোজ কাঁচা হলুদ খেলে পেটের চর্বি গলে যাবে নিমেষে।

"হলুদের সাতকাহন" কি কি উপকারিতা রয়েছে হলুদে? এমনকি শরীর থেকে ডিটক্সিফিকেশনের সমস্যাও দূর করে কাঁচা হলুদ। রোজ সকালে যদি কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া যায় তাহলে রক্ত পরিষ্কার হয়। এমনকি ওজন কমাতে এমন নিয়ন্ত্রন করতেও কাঁচা হলুদ খুব কার্যকরী। লিভারের অসুখ সারানোরও ভেষজ রয়েছে কাঁচা হলুদে।

“হলুদের সাতকাহন” কি কি উপকারিতা রয়েছে হলুদে? 

"হলুদের সাতকাহন" কি কি উপকারিতা রয়েছে হলুদে? 
“হলুদের সাতকাহন” কি কি উপকারিতা রয়েছে হলুদে? 

কোন ক্ষত স্তানে হলুদ দিলে সেই ক্ষত দ্রুত শুকিয়ে যায়। যারা ব্রনর সমস্যায় অতিরিক্ত ভোগেন তাঁরা রূপচর্চায় হলুদ ব্যাবহার করতে পারেন। কারণ কাঁচা হলুদে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা দ্রুত ব্রন কমিয়ে দেবে। যেকোনো দাগ ছোপ মেলাতে এমনকি ব্রনর দাগ মেলাতেও হলুদ বাটা কাজে আসবে। এমনকি সন্তান প্রসবের পর মহিলাদের পেতে যে স্ট্রেচ মার্ক হয় সেটাও সারিয়ে তুলবে হলুদ।